গাংনীর পল্লীতে মুক্তিপণের দাবীতে যুবক অপহরণ শেষে হত্যা।
এম এ লিংকনঃ- গাংনীর পল্লীতে মুক্তিপণের দাবীতে যুবক অপহরণ , অত:পর হত্যা করা হয়েছে বলে অপহরণ কারীদের স্বীকারোক্তি পাওয়া গেছে । গত শুক্রবার...
এম এ লিংকনঃ- গাংনীর পল্লীতে মুক্তিপণের দাবীতে যুবক অপহরণ, অত:পর হত্যা করা হয়েছে বলে অপহরণ কারীদের স্বীকারোক্তি পাওয়া গেছে। গত শুক্রবার দিন গত রাতে একদল চাদাবাজ চক্রের হাতে উপজেলার বালিয়াঘাট গ্রামের ফকির মহাম্মদ এর ছেলে আদম আলীকে (২৮) ৫ লাখ টাকা মুক্তিপনের দাবিতে অপহরণ করে নিয়ে যায়। ঐ রাতেয় মুক্তিপনের টাকা না পেয়ে সন্ত্রাসীরা তাকে পার্শবর্তি হাড়াভাংগা গোরস্থান পাড়ার মাঠে গলাকেটে হত্যা করে ফেলে যায়।
পুলিশ ও গ্রামবাসি সূত্রে জানা গেছে, উপজেআর বালিয়াঘাট গ্রামের ব্যবসায়ী আদমকে মুক্তিপণের দাবিতে অপহরন করে নিয়ে যায়। সনিবার সকালে অপহরণকারী সন্ত্রাসীরা বামুন্দী পুলিশ ক্যাম্পো মোবাইল ফোনে আদমকে হত্যা করা হয়েছে বলে খবর দেয়। ক্যাম্প ইনচার্য এস আই শফি জানান, সন্ত্রাসীদের ফোন পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।