মেহেরপুরে গাংনীতে জাতীয় যক্ষ্মা নিয়নন্ত্রন কর্মসূচী আরোগ্য কৃত রোগীর ওরিয়েন্টেশন সভা।

আবু হোসেনঃ- মেহেরপুরে গাংনী উপজেলার স্বাস্থ্য বিভাগ ও ব্র্যাকের যৌথ সহায়তায় গাংনী ব্র্যাকের এরিয়া অফিসের সম্মেলন কক্ষে জাতীয় যক্ষ্মা রোগ ন...

আবু হোসেনঃ-মেহেরপুরে গাংনী উপজেলার স্বাস্থ্য বিভাগ ও ব্র্যাকের যৌথ সহায়তায় গাংনী ব্র্যাকের এরিয়া অফিসের সম্মেলন কক্ষে জাতীয় যক্ষ্মা রোগ নিয়ন্ত্রন কর্মসূচী যক্ষ্মা রোগ নিয়ন্ত্রনে আরোগ্য কৃত যক্ষ্মা রোগীদের এক দিনের ওরিয়েন্টেশন সভা উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আবু মোহাম্মদ জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত ওরিয়েন্টেশনে প্রায় ৩০/৩২ জন আরোগ্য কৃত যক্ষ্মা রোগী অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন যক্ষ্মা ও কুষ্ট নিয়ন্ত্রন সহকারী জাহিদুল ইসলাম ও ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচীর উপজেলা ম্যানেজার শেখর মন্ডল।

Follow Us

গাংনী নিউজের পক্ষ থেকে সকল পাঠককে আন্তরিক শুভেচ্ছা । প্রিয় পাঠক, অত্যান্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, গাংনী নিউজ এখন থেকে ২৪ ঘন্টাই আপডেট করাহবে। আমাদের ঠিকানা-www.gangninews.com আমাদের সাইটে প্রবেশ করুন- এখানে ক্লিক করে এবং গাংনীর সব খবর সবার আগে জেনে নিন ধন্যবাদ।

Hot in week

Recent

Comments

ডাউনলোড করুন। ছবি দেখে ফন্টটি সেটাপ করুন এবং ফিক্স করুন।
item