গাংনীতে সড়ক দূর্ঘনায় মোটরসাইকেল আরোহী নিহত।
সাজুঃ- গতকাল শুক্রবার দুপুরে গাংনীতে এক মর্মানিত্মক সড়ক দূর্ঘনায় হাবিবুর রহমান (৩০) নামের মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সে গাংনী উপজেলার জোড়প...
https://gangninews.blogspot.com/2010/01/blog-post_3062.html
সাজুঃ- গতকাল শুক্রবার দুপুরে গাংনীতে এক মর্মানিত্মক সড়ক দূর্ঘনায় হাবিবুর রহমান (৩০) নামের মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সে গাংনী উপজেলার জোড়পুকুরিয়া গ্রামের আব্দুর গফুরের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা গেছে, এদিন গাংনী উপজেলার বামন্দী বাজারের দিক থেকে গাংনী বাজারের দিকে আসা একটি ট্রাক (যার নং- ঢাকা মেট্রো-ট- ১৪৬৪৫১) জোড়পুকুরিয়া বাজারের কাছে পৌছালে, বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল আরোহী হাবিবুর রহমান নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে পড়লে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।
উল্লেখ্য, হাবিবুর সমপ্রতি দুবাই থেকে বাড়ি এসে জীবন যাপন করে আসছিল।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা গেছে, এদিন গাংনী উপজেলার বামন্দী বাজারের দিক থেকে গাংনী বাজারের দিকে আসা একটি ট্রাক (যার নং- ঢাকা মেট্রো-ট- ১৪৬৪৫১) জোড়পুকুরিয়া বাজারের কাছে পৌছালে, বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল আরোহী হাবিবুর রহমান নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে পড়লে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।
উল্লেখ্য, হাবিবুর সমপ্রতি দুবাই থেকে বাড়ি এসে জীবন যাপন করে আসছিল।