গাংনীর পল্লীতে ছিট কাপড় সহ ইলেকট্রনিক্র মালামাল চুরি।

আবু হোসেন- গাংনীর পল্লীতে দোকান ঘরে দুর্ধষ চুরি হয়েছে।কাপড় ব্যবসায়ী ও ইলেকট্রনিক্র দোকানের প্রায় ৫০ হাজার টাকার মালামাল চুরি হয়েছে বলে জানা ...

আবু হোসেন- গাংনীর পল্লীতে দোকান ঘরে দুর্ধষ চুরি হয়েছে।কাপড় ব্যবসায়ী ও ইলেকট্রনিক্র দোকানের প্রায় ৫০ হাজার টাকার মালামাল চুরি হয়েছে বলে জানা গেছে।ঘটনাটি ঘটেছে গত রোববার রাতে উপজেলার বেতবাড়িয়া গ্রামে। গাংনী থানা সূত্রে জানাগেছে,উপজেলার বেতবাড়িয়া গ্রামের মধ্য পাড়ার আবুল হোসেনের ছেলে অবসর প্রাপ্ত সেনা সদস্য আব্দুল মান্নানের বাড়ী সংলগ্ন কাপড় ও ইলেকট্রোনিক্স দোকানে গভীর রাতে দূর্ধষ চুরি সংঘটিত হয়েছে । এ ব্যাপারে গাংনী থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।

Follow Us

গাংনী নিউজের পক্ষ থেকে সকল পাঠককে আন্তরিক শুভেচ্ছা । প্রিয় পাঠক, অত্যান্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, গাংনী নিউজ এখন থেকে ২৪ ঘন্টাই আপডেট করাহবে। আমাদের ঠিকানা-www.gangninews.com আমাদের সাইটে প্রবেশ করুন- এখানে ক্লিক করে এবং গাংনীর সব খবর সবার আগে জেনে নিন ধন্যবাদ।

Hot in week

Recent

Comments

ডাউনলোড করুন। ছবি দেখে ফন্টটি সেটাপ করুন এবং ফিক্স করুন।
item