জোয়ার্দ্দার ফাউন্ডেশনের উদ্যোগেগাংনীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ।
এম,এ,লিংকনঃ- জোয়ার্দ্দার ফাউন্ডেশনের উদ্যোগে গাংনীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে । গতকাল বৃহস্পতিবার বিকেলে গাংনী উ...
এম,এ,লিংকনঃ- জোয়ার্দ্দার ফাউন্ডেশনের উদ্যোগে গাংনীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে গাংনী উপজেলা পরিষদ প্রাঙ্গনে গাংনী পৌর এলাকা ও ধানখোলা ইউনিয়নে প্রায় ৪ শতাধিক লোকের মধ্যে কম্বল বিতরণ করা হয়। গরীব অসহায় ও দুস্থ বৃদ্ধাদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও জোয়ার্দ্দার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তরুণ শিল্পপতি জাভেদ মাসুদ মিল্টন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন। এ সময় থানা সাবেক যুবদল সভাপতি মোরাদ আলী,বিএনপি নেতা আবুল হাশেম ফুলচাঁদ, পৌর বিএনপির নেতা শাহজাহান সেলিম, কৃষকদল সভাপতি গিয়াস উদ্দীন,পৌর যুবদল সভাপতি আব্দুল মান্নান,রায়পুর ইউপি সম্পাদক হাফিজুর রহমান,তেঁতুলবাড়ীয়া ইউপি সম্পাদক আব্দুস সাত্তার,ধানখোলা ইউপি সম্পাদক আব্দুল ওহাব বুলবুল, ছাত্রদল গাংনী উপজেলা সভাপতি আব্দুল হান্নান ও কাওছার আলী, সেলিম রেজা,পৌর বিএনপি নেতা আব্দুল ওয়াদুদ, সাহিদুল ইসলাম জহুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপি নেতা আহসান হাবীব বাবু।
প্রধান অতিথি মিল্টন তার বক্তব্যে বলেন, আমি অসহায় দুস্থ মানুষের কষ্টের কথা ভেবে শীতবস্ত্র বিতরনের সিদ্ধান্ত নিয়েছি। দলমত নিবির্শেষে তৃণমূল পর্যায়ের অসহায় বৃদ্ধ নারী পুরুষের মধ্যে কম্বল বিতরণ করছি। তিনি এলাকার বিত্তবানদের প্রতি সহযোগিতার হাত প্রসারিত করার আহবান জানান। শেষে সকলের দোয়া কামনা করেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন, পৌর বিএনপি নেতা জিয়াউল হক জিয়া।