গাংনীতে বির্তকিত পদ্ম বিলে মাছ ধরাকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে আহত-৬। অগ্নিসংযোগ।

নিউজ ডেস্ক- মেহেরপুরের গাংনীর মাইলমারী গ্রামের বিরোধ পূর্ণ পদ্ম বিলে মাছ ধরাকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে সেন্টু (২৩) নামের এক কলেজ ছাত্র নিহ...

নিউজ ডেস্ক- মেহেরপুরের গাংনীর মাইলমারী গ্রামের বিরোধ পূর্ণ পদ্ম বিলে মাছ ধরাকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে সেন্টু (২৩) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আওয়ামীলীগ বিএনপি সমর্থিত ৬ জন আহত হয়েছে। গতকাল শনিবার ভোরে এ উপজেলার মাইলমারী-ধলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
ঘটনা সূত্রে জানা গেছে, মেহেরপুরের গাংনী উপজেলা মাইলমারী গ্রামের পদ্ম বিল নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। ক্ষমতার পট পরিবর্তনে যে যখন ক্ষমতায় যায় সে তখন ও বিলের কতৃত্ব্‌ করে। গত বিএনপির সময় বিএনপি নেতা জাফর আকবর একক ক্ষমতা বলে বিলের সর্ব ময় মালিক বনে যায়। এর পর থেকে গত ৭ বছর পদ্ম বিল তার নিয়ন্ত্রনে রয়েছে। “জাল যার জল তার” এই শ্লোগানকে লালন করে ওই এলাকার আওয়ামীলীগ সমর্থিত আওয়ামীলীগ নেতা কর্মীরা মাছ ধরে গত শুক্রবার। মাছ ধরার এ দলে গাংনী শহরের অনেক প্রথম সারির নেতা কর্মীরাও অংশ নেয়। গতকাল শনিবার সকালে ধলা গ্রামের মৃত আক্কাচ আলীর ছেলে টুটুল (৩৫) ও আজমাইন (২৪) মাছ ধরতে যায়। বিএনপি সমর্থিত লোকজন মাছ ধরছে এমন খবরে প্রতিরোধের প্রস্তুতি নিতে থাকে এলাকার আওয়ামীলীগ নেতা কর্মীরা। এ খবর শুনে ধলা গ্রামের মৃত আক্কাচ আলীর কলেজ পড়ুয়া ছেলে নিহত সেন্টু (২৫) মাছ ধরতে আসা তার ভাই টুটুল ও আজমাইনকে ফিরিয়ে আনতে যায়। এ সময় সংঘর্ষের ঘটনা ঘটলে কে বা কারা সেন্টুকে পিটিয়ে গুরুতর ভাবে জখম করে। মূমুর্ষ অবস্থায় সকাল ৮টার দিকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এছাড়া এ সংঘর্ষে উভয় পক্ষের আহত হয়েছে সুলতান আলীর ছেলে জাহারুল (৪০) ও সাহাদুল(২৪), বাছের আলীর ছেলে আমিরুল (৫৫), ইউনুচ আলীর ছেলে সেন্টু (৪১) ও মৃত আক্কাস আলীর ছেলে টুটুল (৩৫) ও আজমাইন(২০)। আশংকা জনক অবস্থায় জাহারুল ও আমিরুলকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে পদ্ম বিলের মালিক বলে দাবিদার বিএনপি নেতা জাফর আকবর বলেন বন্দোবসত্ম সূত্রে আমি ওই বিলের মালিক গতকাল সকালে আমার লোকজন মাছ ধরতে গেলে আওয়ামীলীগের নেতা কর্মীরা পরিকল্পিত ভাবে আমাদের উপর হামলা করে। আমাদের নিজস্ব শক্তি বলে আমরা প্রতিহত করার চেষ্টা করি। হঠাৎ করে পুলিশের উপস্থিতে আওয়ামীলীগ নেতা কর্মীরা বেপোরোয়া হয়ে উঠে। পুলিশ ও আমাদের বিরুদ্ধে একশন নেয়। এ সময় আওয়ামীলীগ নেতা কর্মীরা আমার আত্মীয় সেন্টুকে পিটিয়ে হত্যা করে। এ সময় উত্তেজিত জনতা বিএনপি কর্মী আরশেদ আলী ও আতিয়ার রহমানের বাড়িতে অগ্নি সংযোগ করে। ফায়ার সার্ভিস কর্মীরা উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এতে ৫ (পাঁচ লক্ষ) টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে পরিবার দ’টির পক্ষ থেকে বলা হয়েছে। গুরুতর ভাবে আহত হওয়ায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আওয়ামীলীগ কর্মীর নেতৃত্বে বিএনপির কর্মী আরশেদ আলী ও আতিয়ার রহমানের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। এ ব্যাপারে মাইমারী গ্রাম আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক মেম্বর নবিছদ্দিন বলেন, মাইলমারী গ্রাম দুটি ভাগে বিভক্ত একদিকে মন্ডল গ্রুপ অন্য দিকে বিশ্বাস গ্রুপ। বিবাদ মান পদ্ম বিলটি এক সময় খাস ছিল। গত বিএনপির সময় ক্ষমতা বলে বিএনপি নেতা জাফর ভূয়া কাগজ পত্র তৈরী করে পদ্ম বিলটি দখলে নেয়। বঞ্চিত হয় এলাকাবাসী। জাফরের দাপটে এলাকার মানুষ তো দুরের কথা কিট পতঙ্গ নামতে পারেনী এ বিলে। বর্ষা মরসুমে অভাবী মানুষ মাছ ধরতে গেলেও তাদের পোহাতে হয়েছে মামলা। ভোগ করতে হয়েছে জেল জরিমানা। দিন বদলের সরকার ক্ষমতায় আসায় এলাকার অভাবী মানুষ সরকারী সম্পদ ভোগ করার জন্য বিলে মাছ ধরতে যায়। জাফর একা রক্ষা করতে না পেরে কৌশলে সন্ত্রাসী বাহিনী দিয়ে নিরস্ত্র অভাবী মানুষের উপর হামলা চালায়। সৃষ্ট সংঘর্ষে সন্ত্রাসী পরিবারের ছেলে সেন্টু মারা যায়। অগ্নি সংযোগের ব্যাপারে তিনি বলেন অসাবধান বসত তামাক ঘরে আগুন লেগে যায়। যা তারা ভিন্ন খাতে প্রভাবিত করছে। গতকাল ময়না তদনত্ম শেষে নিহত সেন্টুর লাশ দাফন করা হয়েছে। র‌্যাব-পুলিশ উপস্থিত হয়ে সৃষ্ট পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। অনেক সময় পার হয়ে যাওয়ার পর ও থানায় অভিযোগ হয়নি এ ব্যাপারে যোগাযোগ করা হলে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সগির মিয়া বলেন নিহত পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করা হয়নি। এ জন্য এসআই আমিরুলকে নিহতের পরিবারের নিকট পাঠানো হয়েছে। তাদের পক্ষ থেকে কোন অভিযোগ করা না হলে পুলিশ নিজেই বাদি হয়ে মামলা করবে। এ ব্যাপারে বিএনপি সমর্থিত মেহেরপুর-২ গাংনী আসনের এমপি আমজাদ হোসেন বলেন, নিহতের পরিবারটি তথা বিএনপির নেতা কর্মীরা আতংকীত। এ জন্যই মামলা করতে বিলম্ব হচ্ছে। তবে মামলা করা হবে। এ রির্পোট লেখা পর্যনত্ম জানা গেছে মামলার প্রস্তুতি চলছিল।

Follow Us

গাংনী নিউজের পক্ষ থেকে সকল পাঠককে আন্তরিক শুভেচ্ছা । প্রিয় পাঠক, অত্যান্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, গাংনী নিউজ এখন থেকে ২৪ ঘন্টাই আপডেট করাহবে। আমাদের ঠিকানা-www.gangninews.com আমাদের সাইটে প্রবেশ করুন- এখানে ক্লিক করে এবং গাংনীর সব খবর সবার আগে জেনে নিন ধন্যবাদ।

Hot in week

Recent

Comments

ডাউনলোড করুন। ছবি দেখে ফন্টটি সেটাপ করুন এবং ফিক্স করুন।
item