গাংনীতে নানা আয়োজনের মধ্যে দিয়ে ভালবাসা দিবস পালিত।

আবু হোসেন- ১৪ ফেব্রুয়ারী ভ্যালেনটাইন ও বিশ্ব ভালবাসা দিবস । দিনটিকে স্মরণীয় করে রাখেতে সারা বিশ্বের ন্যায় গাংনীতেও বর্ণাঢ্য আয়োজনে দিবসট...


আবু হোসেন- ১৪ ফেব্রুয়ারী ভ্যালেনটাইন ও বিশ্ব ভালবাসা দিবসদিনটিকে স্মরণীয় করে রাখেতে সারা বিশ্বের ন্যায় গাংনীতেও বর্ণাঢ্য আয়োজনে দিবসটির তাৎপর্য তুলে ধরতে গতকাল রোববার মেতেছিল বিভিন্ন সাংস্কৃতিক ও সেচ্ছাসেবী সংগঠনগাংনী পৌর ক্লাব, গাংনী প্রগতি ক্লাব, গাংনী ডিগ্রী কলেজের ছাত্রলীগ শাখা ছাড়াও গাংনীর বিভিন্ন পর্যায়ে নানা আয়োজনে পালিত হয়েছে

গাংনীর প্রেম পিয়াসী জুগলরা বছরের এই একটি দিনকে বেছে নিয়েছে হৃদয়ের কথার কলি ফুঠাতে আজ হৃদয়ের গহীনে চন্ডীদাসের সেই বিখ্যাত পদ সখি কেমনে বাঁধিব হিরাবর্ণাঢ্য আনুষ্ঠানিকতা আর নিভৃত চারণের ভেতর ভালবাসার উৎসবে মুখর হয়ে উঠেছিল গাংনীর অডিটোরিয়ামগাংনী পৌর ক্লাবের আয়োজনে দিনব্যাপী লাল গোলাপের শুভেচ্ছা ও ভালবাসার রং এ আপন মায়ার বাঁধনে জড়িয়ে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেকুষ্টিয়া থেকে আগত ব্যান্ড তারকাদের পরিবেশনায় ভালবাসার কনর্সাট উপহার দেয়া হয়পৌর ক্লাবের সভাপতি মিজানুর রহমান সকল আমন্ত্রিত দর্শক শ্রেতাদের ভালবাসায় সিক্ত করে হৃদয় আন্দোলিত করেঅন্যদিকে গাংনী প্রগতি ক্লাবের উদ্যোগে গাংনী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে মেহেরপুর জেলা যুবলীগের কৃষি বিষয়ক সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখনের ব্যবস্থাপনায় দিনব্যাপী খেলাধূলা ছাড়াও অন্যান্য কর্মসূচী গ্রহণ করে ভালবাসা দিবস পালন করা হয়এ ছাড়াও গাংনী ডিগ্রী কলেজ উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক আঃ আলিমের নেতৃত্বে দিবসটি পালিত হয়েছে এ সময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও আওয়ামীলীগ নেতা মকবুল হোসেন, গাংনী উপজেলা চেয়ারম্যান একেএম শফিকুল আলম, গাংনী পৌর মেয়র আহম্মদ আলীএসব অনুষ্ঠানে গাংনী রির্পোর্টাস ইউনিটির সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম, সাংবাদিক সাহাজুল ইসলাম সাজু সহ সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেনএ দিন গাংনী ও বামন্দীর ফুলের দোকান গুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে

Follow Us

গাংনী নিউজের পক্ষ থেকে সকল পাঠককে আন্তরিক শুভেচ্ছা । প্রিয় পাঠক, অত্যান্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, গাংনী নিউজ এখন থেকে ২৪ ঘন্টাই আপডেট করাহবে। আমাদের ঠিকানা-www.gangninews.com আমাদের সাইটে প্রবেশ করুন- এখানে ক্লিক করে এবং গাংনীর সব খবর সবার আগে জেনে নিন ধন্যবাদ।

Hot in week

Recent

Comments

ডাউনলোড করুন। ছবি দেখে ফন্টটি সেটাপ করুন এবং ফিক্স করুন।
item