গাংনীতে এলজিএসপি’র ৫ দিন ব্যাপি প্রশিক্ষন সমাপ্ত।

আবু হোসেন- গাংনীতে এলজিএসপি’র ৫ দিন ব্যাপি প্রশিক্ষন শেষ হয়েছে । গতকাল শনিবার উপজেলা কৃষক প্রশিক্ষন কেন্দ্রে তেঁতুলবাড়িয়া ও রাইপুর ইউনিয়নের ...

আবু হোসেন- গাংনীতে এলজিএসপি’র ৫ দিন ব্যাপি প্রশিক্ষন শেষ হয়েছে । গতকাল শনিবার উপজেলা কৃষক প্রশিক্ষন কেন্দ্রে তেঁতুলবাড়িয়া ও রাইপুর ইউনিয়নের চেয়ারম্যান,সদস্য ও সচিবদেও লোকাল গভার্নেন্স সাপোর্ট প্রকল্প( এলজিএসপি) বিষযক প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
গাংনি উপজেলা প্রশাসনের আয়োজনে উক্ত প্রশিক্ষনে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবু হেনা মোসত্মফা জামান । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহরপুর ডিডিএলজি আসলাম উদ্দীন । এ সময উপস্থিত ছিলেন উপজেলা কুষি অফিসার এন এ হালিম, প্রশিক্ষক প্রকৌশলী বদরউদ্দীন আহমেদ, জেলা সমাজ সেবা অফিসার শাহানাজ পারভীন,গাংনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম,এ প্রশিক্ষনে দুই ইউনিয়নের চেয়ারম্যান দ্বয় সহ ২৭ জন অংশ নেন । শেষে সনদ বিতরন করা হয় ।

Follow Us

গাংনী নিউজের পক্ষ থেকে সকল পাঠককে আন্তরিক শুভেচ্ছা । প্রিয় পাঠক, অত্যান্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, গাংনী নিউজ এখন থেকে ২৪ ঘন্টাই আপডেট করাহবে। আমাদের ঠিকানা-www.gangninews.com আমাদের সাইটে প্রবেশ করুন- এখানে ক্লিক করে এবং গাংনীর সব খবর সবার আগে জেনে নিন ধন্যবাদ।

Hot in weekRecentComments

Hot in week

Recent

Comments

ডাউনলোড করুন। ছবি দেখে ফন্টটি সেটাপ করুন এবং ফিক্স করুন।
item