গাংনীতে নানা আয়োজনের মধ্যদিয়ে অমর একুশে পালন

আবু হোসেন- মেহেরপুরের গাংনীতে নানা আয়োজনের মধ্যদিয়ে অমর ২১শে ফের্রুয়ারী মহান শহীদ দিবস ও আনত্মার্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।উপজেলা প...

আবু হোসেন- মেহেরপুরের গাংনীতে নানা আয়োজনের মধ্যদিয়ে অমর ২১শে ফের্রুয়ারী মহান শহীদ দিবস ও আনত্মার্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যদায় বিভিন্ন প্রতিষ্টান,বিভিন্ন সামাজিক-সাংস্কৃতি ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে এ দিবস টি পালন করা হয়।কর্মসূচীর মধ্যে ছিল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন,দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃকি অনুষ্টান।
ভাষা শহীদদের বিদেহী আত্মার শ্রদ্ধা জানাতে দিবসের ভোরে সকল সরকারী, বেসরকারী প্রতিষ্টান,বিভিন্ন সামাজিক-সাংস্কৃতি ও রাজনৈতিক সংগঠনের ভবন গুলোতে জাতীয় পতাক অর্ধনমিত রাখা হয়।সকালে পৌর এলাকাধীন শিক্ষা প্রতিষ্টান গাংনী পাইলট মাধ্যকি বিদ্যালয় ও কলেজ, গাংনী ডিগ্রি কলেজ,সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ,গাংনী প্রি-ক্যাডেট,লাইসিয়াম,সিএফএম মাধ্যমিক বিদ্যালয়,বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়,ফজলুল হক আইডিয়াল স্কুল,ফুলকুড়ি শিশু শিক্ষালয়,গাংণী মহিলা ডিগ্রি কলেজ,মাতৃছায়া বিদ্যানিকেতন,গাংনী পৌরসভা,গাংনী ট্রাক মালিক ও শ্রমিক ইউনিয়ন,ডিবেটিং ক্লাব গাংনী হাই স্কুল শাখা,যুবলীগ গাংনী উপজেলা শাখা,দোয়ের ক্লাব,বঙ্গবন্ধু সংহতি পরিষদ,নিজেরা করি গাংনী শাখা,বিএনপি উপজেলা শাখা,দৃষ্টানত্ম ক্লাব,সুরঙ্গন প্রমুখ ।সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্টিত অনষ্ঠানের আহবায়ক গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক আব্দুল গনির সভাপতিত্ত্বে প্রধান অতিধি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অ্যাডঃ একেএম শফিকুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আবু হেনা মোসত্মফা জামান,উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক অফিসার শামীম আহম্মেদ খান বিশিষ্ট রাজনীতিবিদ মনিরুজ্জামান আতু,মাতৃভাষা দিবস সম্পর্কে অভিব্যক্তি প্রকাশ করে সন্ধানী স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী ফারজানা ও গাংনী প্রি-ক্যাডেট অ্যান্ড জুনিয়র হাই স্কুলের ছাত্রী দিপা।এসময় কঁচি-কাঁচা শিক্ষার্থীদের হাতের সুন্দর লেখা,চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতার আয়োজন করা হয়।প্রতিযোগীদের মধ্যে ১ম,২য় ও ৩য় অধিকারীদের পুরুস্কৃত করা হয়।শেষে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

Follow Us

গাংনী নিউজের পক্ষ থেকে সকল পাঠককে আন্তরিক শুভেচ্ছা । প্রিয় পাঠক, অত্যান্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, গাংনী নিউজ এখন থেকে ২৪ ঘন্টাই আপডেট করাহবে। আমাদের ঠিকানা-www.gangninews.com আমাদের সাইটে প্রবেশ করুন- এখানে ক্লিক করে এবং গাংনীর সব খবর সবার আগে জেনে নিন ধন্যবাদ।

Hot in week

Recent

Comments

ডাউনলোড করুন। ছবি দেখে ফন্টটি সেটাপ করুন এবং ফিক্স করুন।
item