এসএ গেমসে হামিদুল ইসলাম স্বর্ণ পদক পাওয়ায় গাংনীতে বইছে আনন্দের বন্যা।
আমিরুল ইসলাম অল্ড্রাম - মেহেরপুরের গাংনীর মোয়াজ্জেম জিমন্যাস্টিক ক্লাবের খেলোয়াড় হামিদুল ইসলাম এসএ গেমসে স্বর্ণ পদক জয় করায় ,...
আমিরুল ইসলাম অল্ড্রাম- মেহেরপুরের গাংনীর মোয়াজ্জেম জিমন্যাস্টিক ক্লাবের খেলোয়াড় হামিদুল ইসলাম এসএ গেমসে স্বর্ণ পদক জয় করায়, মেহেরপুরের গাংনীতে বইছে আনন্দের বন্যা। গত সোমবার থেকে উপজেলার বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করা হয়। স্বর্ণ পদক পাওয়ার পর মোয়াজ্জেম জিমন্যাস্টিক ক্লাবের প্রতিষ্ঠাতা মোয়াজ্জেম হোসেন মোবাইল ফোনে সাংবাদিকদেরকে সু-সংবাদটি দেন। এ খবর জেলা ব্যাপি ছড়িয়ে পড়লে চারিদিকে বইতে থাকে আনন্দের বন্যা। মেহেরপুর -১ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীন,মেহেরপুর- গাংনী আসনের সংসদ সদস্য আমজাদ হোসেন,উপজেলা চেয়ারম্যান একেএম শফিকুল আলম সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি হামিদুল সহ মোয়াজ্জেম জিমন্যাস্টিক ক্লাবকে অভিনন্দন জানিয়েছেন। মেহেরপুর-২আসনের সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেছেন, মোয়াজ্জেম জিমন্যাস্টিক ক্লাব শুধু গাংনীবাসীকে নয় বাংলাদেশের মুখও উজ্জ্বল করেছে। আমি তাদেরকে আনত্মরিক অভিনন্দন জানায়। উপজেলা নির্বাহী অফিসার আবু হেনা মোসত্মফা জামান প্রতিক্রিয়ায় জানান, মোয়াজ্জেম জিমন্যাস্টিক ক্লাব আমাদের গর্ব। স্বর্ণ পদক জয়ে আমি হামিদুল সহ ক্লাবের সকল কর্মকর্তা ও খেলোয়াড়বৃন্দকে অভিনন্দন জানাচ্ছি।
এ ব্যাপারে ঢাকায় অবস্থানরত হামিদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তার ওসত্মাদ গাংনীর মোয়াজ্জেম জিমন্যাষ্টিক ক্লাবের প্রতিষ্ঠাতা মোয়াজ্জেম হোসেন বলেন ১৯৯১ সালে হামিদুল ইসলাম গাংনী উপজেলা বাজারে তার মামার দোকানে কাজ করতো। দিনে সুযোগ না থাকায় রাতে প্রাক্টিস করত। ১৯৯২ সালে সে প্রথম জাতীয় পর্যায়ে খেলায় অংশ গ্রহণ করে। বর্তমানে সে বাংলাদেশ সেনা বাহিনীতে চাকুরীরত এ পর্যনত্ম সে জাতীয় পর্যায়ে ১৬টি স্বর্ণ পদক পেয়েছে। উলেখ্য ২০০৬ সালের কলম্ব এস এ গেমসে হামিদুল ইসলাম একই ইভিন্টে দেশের পক্ষে ব্রোঞ্জ পদক জিতলেও রোপ্য পদক জয়ী ডোপ টেষ্টে প্রজেটিভ প্রমানিত হলেও হামিদুলকে রোপা বিজয়ী ঘোষনা দেওয়া হয়। হামিদুল ইসলাম মেহেরপুরের পিরোজ পুর গ্রামের আব্দুল হান্নান ও হেনা বেগমের বড় ছেলে বুদ্ধি হওয়ার পর থেকে হামিদুল ইসলাম, ইকরামূল হক, আশাদুল হক গাংনীতে তার মামা বাড়িতে বড় হয়। সেই থেকে তারা গাংনীতে অবস্থান করছে। হামিদুলের ছোট ভাই ইকরামূল হক এবারের এস এ গেমসের ভারোত্তোলনে রোপ্য পদক পেয়েছে। খেলার কারণে হামিদুল হক, ইকরামূল হক বাংলাদেশ সেনাবাহিনীতে চাকুরীরত তাদের ছোট ভাই আশাদুল হক বাংলাদেশ আনছার বাহিনীতে চাকুরীরত। ওসত্মাদ মোয়াজ্জেম হোসেন আরও বলেন আমার স্বপ্ন সফল হয়েছে। আমার ছেলেরা সোনা জিতেছে।