গাংনীতে প্রবাসীর স্ত্রী পরকীয়া প্রেমিকের হাত ধরে ঘর ছাড়া।
ডেস্ক- গাংনীর পৌর এলাকার প্রবাসীর স্ত্রী পরকীয়া প্রেমিকের হাত ধরে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে । ঘটনার ৩দিন অতিবাহিত হলে...
ডেস্ক- গাংনীর পৌর এলাকার প্রবাসীর স্ত্রী পরকীয়া প্রেমিকের হাত ধরে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে। ঘটনার ৩দিন অতিবাহিত হলেও কপোত কপোতীর কোন সন্ধান মেলেনি। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে, পৌর এলাকার চৌগাছা পশ্চিমপাড়া গ্রামে।
প্রাপ্ত তথ্য মতে জানা গেছে, পৌর সভার চৌগাছা গ্রামের বিশিষ্ট বীজ ব্যবসায়ী, চৌগাছা বীজ ভান্ডারের ¯^Ë¡vwaKvix হাসান আলীর স্কুল পড়ুয়া মেয়ে নাসরিন আক্তার (১৫) গোপনে প্রেম নিবেদন করে একই গ্রামের শাহাদত আলীর ছেলে আশিকের সাথে বিয়ে করে। এক পর্যায়ে জানাজানি হলে শ্বশুর বাড়ি পাঠিয়ে দেয়। ইতোমদ্যে প্রবাসী আশিক স্ত্রী রেখে পুনরায় বিদেশে পাড়ি জমায়। এই সুযোগে নাসরীন আক্তার ¯^vgxi অবর্তমানে একই পাড়ার ইদ্রিস সাপুড়ের ছেলে খান সাহেবের সাথে চুটিয়ে প্রেম প্রেম খেলায় মত্ত হয়ে ওঠে। এক পর্যায়ে অবৈধ মেলামেশায় লিপ্ত হলে লোক লজ্জার ভয়ে গত সোমবার দিনগত রাতে পরকীয়া প্রেমিকের হাত ধরে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে। আরও জানা গেছে, পূর্বে বিবাহিত প্রবাসীর পরিবার বিয়েতে দেয়া ¯^Y©vjsKvi ফেরত নিয়েছে। এ ব্যাপারে মেয়ের পিতা হাসান আলীর সাথে আলাপ কালে তিনি জানান, আমি ইদ্রিস আলী সহ তার স্ত্রী ও ছেলের নামে অপহরণ মামলা দায়ের করেছি। অন্যদিকে ছেলের বাবাও মামলা করেছে। এ রির্পোট লেখা পর্যনত্ম দুজনের সন্ধান পাওয়া যায়নি।