মেজর বজলুল হুদার লাশ দাফন ॥ এলাকায় হাজার হাজার জনতার উপচে পড়া ভিড়।

এম এ লিংকনঃ- শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় ফাঁ সির রায় কার্যকর হওয়া মেজর (অবঃ) বজলুল হুদার লাশ বৃহঃবার সকাল ৯টার সময় তার গ্রামের বাড়ি চ...


এম এ লিংকনঃ-শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় ফাঁসির রায় কার্যকর হওয়া মেজর (অবঃ) বজলুল হুদার লাশ বৃহঃবার সকাল ৯টার সময় তার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া এসে পৌছেসকাল পনৈ নয়টায় প্রশাসনের ১১টি গাড়ির বহরে কড়া প্রহরায় তার লাশ হস্তান্তর করেবজলুল হুদার ছোট ভাই নুরুল হুদা ডিউক ও ছোট বোন মাহফুজা পাশা লাশ গ্রহণ করেন। বেলা দশটা থেকে সাড়ে এগারটা পর্যন্ত স্থানীয় স্কুল মাঠে জনসাধারণকে লাশ দেখানো হয়সেখানে হাজারো মানুষের উপস্থিততি লক্ষ্য করা গেছেলাশ হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ভোলাই নাথ দে, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মতিন, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সালাম সহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ

বেলা পনে বারটায় একই স্থানে অনুষ্ঠিত হয় নামাজে জানাযাজানাযা শেষে পার্শ্ববর্তী নগরবোয়ালিয়া গ্রামের মা বাবার কবরের পাশে সমাহিত করা হয় মেজর বজলুল হূদাকে

জানা যায়, চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া গ্রামের মৃত রিয়াজ ডাক্তারের ৪ ছেলে ও ৩ মেয়ের মধ্যে মেজর (অবঃ) বজলুল হুদা সেজবড় ভাই কামরুল হুদা ঢাকা বোর্ডের সাবেক চেয়ারম্যান বর্তমানে তিনি কুষ্টিয়া শহরে বসবাস করেনমেজ ভাই নাজমূল হুদা সাবেক সচিব তিনি ঢাকায় বসবা করছেনছোট ভাই নুরুল হুদা প্রভাতী ইন্সুরেন্স কোম্পানিতে চাকরি করেনবড় বোন কোহিনুর বেগমের বিয়ে হয়েছে গাংনী উপজেলার বাওট গ্রামের সাবেক প্রধান শিক্ষক আকবর আলীর সাথেছোট বোন লিজা হুদা স্বমীর সাথে ঢাকাতে বসবাস করেনমেজর (অবঃ) বজলুল হুদা নারায়নগঞ্জে বিয়ে করেনস্ত্রী নাফিজা বেগম ছোট মেয়ে আনিকা হুদাকে নিয়ে ঢাকায় পিতার বাসাতে থাকেনআর বড় মেয়ে হেলেন হুদা আমেরিকাতে বসবাস করছেন

Follow Us

গাংনী নিউজের পক্ষ থেকে সকল পাঠককে আন্তরিক শুভেচ্ছা । প্রিয় পাঠক, অত্যান্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, গাংনী নিউজ এখন থেকে ২৪ ঘন্টাই আপডেট করাহবে। আমাদের ঠিকানা-www.gangninews.com আমাদের সাইটে প্রবেশ করুন- এখানে ক্লিক করে এবং গাংনীর সব খবর সবার আগে জেনে নিন ধন্যবাদ।

Hot in week

Recent

Comments

ডাউনলোড করুন। ছবি দেখে ফন্টটি সেটাপ করুন এবং ফিক্স করুন।
item