গাংনীতে প্রচন্ড শীতে জন জীবন বিপর্যস্ত।

নিউজ ডেস্কঃ-প্রচন্ড শীতে গংনীর মানুষের জীবন যাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে গত কাল বুধ বার সুর্যদয় হয়েছিল ১২:১৫ মিঃ এবং স্থায়ী ছিল মাত্র ১৫মিঃ ঘন...



নিউজ ডেস্কঃ-প্রচন্ড শীতে গংনীর মানুষের জীবন যাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে গত কাল বুধ বার সুর্যদয় হয়েছিল ১২:১৫ মিঃ
এবং স্থায়ী ছিল মাত্র ১৫মিঃ ঘন কুয়াশাবৃত্ত ছিল প্রাই সারাটা দিন।একাধারে গত পরশু ও একই অবস্থা ছিল। শিতের তিব্রতায় মানুষ দিশাহারা হয়ে খন্ড খন্ড হয়ে খড়কুটো গোচ্ছিত করে তাতে আগুন ধরিয়ে শীত নীবারন করার চেস্টা করেছে এ দৃশ্য দেখা গেছে গাংনীর বিভিন্ন স্থানে। অসহায় দরিদ্র মানুষের যাদের শিত বস্ত্র নেই তাদের জীবন হয়ে পড়েছে দুর্বিসহ। এ সময় অসহায় দরিদ্র মানুষের পাশে দাড়াতে সমাজের বৃত্তবানদের প্রতি আমাদের আহবান। মানুষ মানুষের জন্য।

Follow Us

গাংনী নিউজের পক্ষ থেকে সকল পাঠককে আন্তরিক শুভেচ্ছা । প্রিয় পাঠক, অত্যান্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, গাংনী নিউজ এখন থেকে ২৪ ঘন্টাই আপডেট করাহবে। আমাদের ঠিকানা-www.gangninews.com আমাদের সাইটে প্রবেশ করুন- এখানে ক্লিক করে এবং গাংনীর সব খবর সবার আগে জেনে নিন ধন্যবাদ।

Hot in week

Recent

Comments

ডাউনলোড করুন। ছবি দেখে ফন্টটি সেটাপ করুন এবং ফিক্স করুন।
item