গাংনীর উপজেলার গাঁড়াডোব মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের কমিটি গঠন নিয়ে বিরোধ।

মনিটরিং- মেহেরপুরের গাংনী উপজেলার গাঁড়াডোব মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের কমিটি গঠন নিয়ে বিরোধের সৃষ্টি হয়েছে । গত মঙ্গল বার মনোন...

মনিটরিং- মেহেরপুরের গাংনী উপজেলার গাঁড়াডোব মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের কমিটি গঠন নিয়ে বিরোধের সৃষ্টি হয়েছেগত মঙ্গল বার মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের দিনক্ষণ ঠিক থাকলেও নির্বাচনী কাগজপত্র ছিনতাইয়ের অভিযোগে তা সম্ভব হয়নি
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে প্রকাশ, সমপ্রতি উপজেলা নির্বাহী অফিসার আবু হেনা মোস্তফা জামান বিদ্যালয় পরিচালনা পর্ষদের নির্বাচনের জন্য মাধ্যমিক শিক্ষা অফিসারকে প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগ প্রদান করেন প্রিসাইডিং অফিসার নির্বাচনী তফশিল ঘোষণা করেনতাতে ২৩ থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র জমাদান এবং গত মঙ্গল বার দুপুর সাড়ে বারোটায় প্রিসাইডিং অফিসারের কার্যালয়ে মনোয়নপত্র যাচাই বাছাইয়ের সময় নির্ধারণ করা হয়প্রধান শিক্ষক নির্বাচনী কাগজপত্র জমা না দেয়া এবং কোনো প্রার্থী উপস্থিত না থাকায় যাচাই বাছাই সম্ভব হয়নি
এদিকে এক পক্ষকে মনোনয়নপত্র তুলতে ও জমাদানে একটি মহলের বাধাদানে গত তিন দিন ধরে গাঁড়াডোব গ্রামে টানটান উত্তেজনা বিরাজ করছেযেকোনো মুহূর্তে সংঘর্ষ হতে পারে বলে আশঙ্কা করছে এলাকাবাসীপ্রত্যক্ষদর্শীদের মতে, মনোনয়নপত্র জমাদানের প্রথম দিন থেকে একটি মহল ক্ষমতার জোর দেখিয়ে প্রতিপক্ষের লোকজনকে বিদ্যালয়ে ঢুকতে বাধা দেয়সকাল থেকেই তারা বিদ্যালয়ের প্রবেশ পথে অবস্থান করে প্রতিপক্ষের কাউকেই বিদ্যালয় প্রবেশ করতে দেয়নিমনোনয়নপত্র তুললে জীবননাশের হুমকিও দেয় ওই মহলটিপরে প্রশাসনের আশ্বাসে শেষ দিনে প্রিসাইডিং অফিসারের অফিসে কয়েকজন মনোনয়নপত্র জমা দেন
শিক্ষক প্রতিনিধি রোজী বেগমের মনোনয়নপত্র প্রতাহার করার জন্য জোরপূর্বক আবেদনপত্রে স্বক্ষর করে নেয় ওই মহলটি
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামিম আহমেদ খান জানান, শেষ দিন পর্যন্ত ৪টি পদে বিদ্যালয়ে ১২টি এবং মাধ্যমিক শিক্ষা অফিসে ৬টি মনোনয়নপত্র জমা পড়েভোটার তালিকাসহ নির্বাচনের প্রয়োজনীয় কাগজপত্র প্রধান শিক্ষক জমা না দেয়ায় যাচাই বাছাই করা সম্ভব হয়নিএ বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক আব্দুল মান্নান জানান, গতকাল সকালে বিদ্যালয় প্রাঙ্গণে কাজ করার সময় কয়েকজন এসে কাগজপত্র ছিনিয়ে নিয়ে যায়তাই কাগজপত্র জমা দিতে পারেনি

Follow Us

গাংনী নিউজের পক্ষ থেকে সকল পাঠককে আন্তরিক শুভেচ্ছা । প্রিয় পাঠক, অত্যান্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, গাংনী নিউজ এখন থেকে ২৪ ঘন্টাই আপডেট করাহবে। আমাদের ঠিকানা-www.gangninews.com আমাদের সাইটে প্রবেশ করুন- এখানে ক্লিক করে এবং গাংনীর সব খবর সবার আগে জেনে নিন ধন্যবাদ।

Hot in week

Recent

Comments

ডাউনলোড করুন। ছবি দেখে ফন্টটি সেটাপ করুন এবং ফিক্স করুন।
item