মেহেরপুর-২ আসনের সাংসদের হাইকোটে রীট আবেদনের প্রেক্ষিতে মেহেরপুর জেলা পরিষদের ৬২ লক্ষ টাকার প্রকল্প বাস্তুবায়নের উপর নিষেধাজ্ঞা ও কারণ দর্শানো নোটিশ ।

হারুন-অর-রশীদ রবিঃ- মেহেরপুর জেলা পরিষদের নামে বরাদ্দকৃত ৬২ লক্ষ টাকার প্রকল্প বাসত্মবায়নের উপর নিষেধাজ্ঞা আরোপ ও কারণ দর্শানো নোটিশ দিয়েছে ...

হারুন-অর-রশীদ রবিঃ- মেহেরপুর জেলা পরিষদের নামে বরাদ্দকৃত ৬২ লক্ষ টাকার প্রকল্প বাসত্মবায়নের উপর নিষেধাজ্ঞা আরোপ ও কারণ দর্শানো নোটিশ দিয়েছে হাইকোর্ট। মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য আমজাদ হোসেনের দায়ের করা একটি রীট আবেদনের প্রেক্ষিতে গত সোমবার মহামান্য আদালত এ নিষেধাজ্ঞা আরোপ করেন।
মামলার বিবরণীতে জানা যায়, মেহেরপুর জেলা পরিষদের অনুক্থলে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য সমপ্রতি ৬২ লক্ষ টাকা বরাদ্দ আসে। পরিপত্রে জেলা পরিষদের সকল কাজ বাসত্মবায়নের জন্য স্থানীয় সংসদ সদস্যদের সাথে পরামর্শ করার কথা থাকলেও তা মানা হয়নি। মেহেরপুর-২ আসনের এমপি আমজাদ হোসেন এ মর্মে অভিযোগ এনে হাইকোর্টে একটি রীট দাখিল করেন। উক্ত রীটের প্রেক্ষিতে আদালত গত সোমবার শুনানী শেষে জেলা পরিষদের ৬২ লক্ষ টাকা কাজের উপর নিষেধাজ্ঞা আরোপ করেন এবং কেন স্থানীয় সংসদ সদস্য আমজাদ হোসেনের সাথে পরামর্শ করা হয়নি- এ মর্মে কর্তৃপক্ষকে কারণ দর্শাতে বলেছে হাইকোর্ট।

Follow Us

গাংনী নিউজের পক্ষ থেকে সকল পাঠককে আন্তরিক শুভেচ্ছা । প্রিয় পাঠক, অত্যান্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, গাংনী নিউজ এখন থেকে ২৪ ঘন্টাই আপডেট করাহবে। আমাদের ঠিকানা-www.gangninews.com আমাদের সাইটে প্রবেশ করুন- এখানে ক্লিক করে এবং গাংনীর সব খবর সবার আগে জেনে নিন ধন্যবাদ।

Hot in week

Recent

Comments

ডাউনলোড করুন। ছবি দেখে ফন্টটি সেটাপ করুন এবং ফিক্স করুন।
item