গাংনীতে সুরঙ্গন সাংস্কৃতিক একাডেমির নতুনভবনের ভিত্তিপ্রসত্মর স্থাপন।

আবু হোসেনঃ-গাংনীতে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সুরঙ্গন সাংস্কৃতিক একাডেমির নতুনভবনের ভিত্তিপ্রসত্মর স্থাপন অনুষ্ঠান গতকাল শুক্রবার সকালে অন...

আবু হোসেনঃ-গাংনীতে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সুরঙ্গন সাংস্কৃতিক একাডেমির নতুনভবনের ভিত্তিপ্রসত্মর স্থাপন অনুষ্ঠান গতকাল শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সুরঙ্গন সাংস্কৃতিক একাডেমির সভাপতি জনাব এ,কে,এম শফিকুল আলম, সম্পাদক হামিদুল ইসলাম হিলে­াল, অ্যাড.রমজান আলী, ওসত্মাদ রতন সরকার, ওসত্মাদ গোলাম অম্বীয়া , সদস্য লিটন, আব্দুর বারী, আবুল কাশেম প্রি ক্যাডেট অ্যান্ড জুনিয়র হাইস্কুলের অধ্যক্ষ সিরাজুল ইসলাম এবং সাংবাদিক বৃন্দ

Follow Us

গাংনী নিউজের পক্ষ থেকে সকল পাঠককে আন্তরিক শুভেচ্ছা । প্রিয় পাঠক, অত্যান্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, গাংনী নিউজ এখন থেকে ২৪ ঘন্টাই আপডেট করাহবে। আমাদের ঠিকানা-www.gangninews.com আমাদের সাইটে প্রবেশ করুন- এখানে ক্লিক করে এবং গাংনীর সব খবর সবার আগে জেনে নিন ধন্যবাদ।

Hot in week

Recent

Comments

ডাউনলোড করুন। ছবি দেখে ফন্টটি সেটাপ করুন এবং ফিক্স করুন।
item