মেহেরপুর বিএডিসির পঁচা আলু বীজ কিনে কৃষক প্রতারিত দু উপ-পরিচালক সহ ডিলারের বিরুদ্ধে মামলা।
এম , এ , লিংকনঃ- মেহেরপুরের কৃষকরা বিএডিসির পচা আলু বীজ কিনে প্রতারনার স্বীকার হয়ে বুধবার মেহেরপুর জুড়িশিয়াল ম্যাজিট্ট্রেট মাসুদ আলীর ...
এম, এ, লিংকনঃ- মেহেরপুরের কৃষকরা বিএডিসির পচা আলু বীজ কিনে প্রতারনার স্বীকার হয়ে বুধবার মেহেরপুর জুড়িশিয়াল ম্যাজিট্ট্রেট মাসুদ আলীর আদালতে মামলা করেছে কৃষক । এব্যাপারে বিচারক কুষ্টিয়া বিএডিসির বীজ বিপনন বিভাগের উপপরিচালক মোজাম্মেল হক কুষ্টিয়া বিএডিসির বীজ সংরক্ষন উপপরিচালক মাসুদ আহাম্মেদ সহ স্থানীয় বিএডিসির ডিলার সামসুজ্জোহা শাহিনকে সমন জারী করেছে আদালতে । জানা গেছে খুলনা বিভাগের বৃহৎ আলু চাষী মেহেরপুর শহরের ফেীজদারী পাড়ার ইয়াকুব আলী ডাবলু ৭০ বিঘা জমিতে আলু চাষের জন্য বিএডিসির বীজ স্থানীয় ডিলার মেহেরপুর শহরের ওয়াবদা রোডের হক ট্রেডার্সের মালিক মোঃ সামসুজ্জোহা শাহীনের নিকট থেকে ২ শত ৫০ ব্যাগ আলুর বীজ ৩ লাখ৭৫ হাজার টাকার ক্রয় করে । যথা বীজ বোপন করার সময় বসত্মার মুখ খুলে দেখতে পায় সমসত্ম আলু পচা ও অনুপযোগী । উলে-খ্য মেহেরপুে সদর উপজেলার মদনাডাঙ্গা গ্রামের হোসেন আলী ৩ বিঘা জমি আয়তুল্ল-ার ১৮ বিঘা, নিকাইলের ৪ বিঘা, আলম হোসেনের ৩ বিঘা জমিতে আলু চাষের জন্য বিএডিসির অনুমোদিত বীজ ডিলারের নিকট থেকে বীজ সংগ্রহ করেছিল শুধু এসব চাষীই নয় জেলার উজলপুর, শ্যামপুর, হরিরামপুর, কাথুলী, গাঁড়াবাড়িয়া, সুবিদপডু. ঝাউবাড়িয়া, ঝাঁঝাঁশালিকা, বাড়িবাকা, মুজিব নগর উপজেলার নতুনগা, মোনাখালী, দারিয়াপুর, শিবপুর, রশিকপুর, মানিকনগর, সোনাপুর, গাংনী উপজেলা সাহারবাটি, নওয়াপাড়া, কালিগাংনী সহ বিভিন্ন চাষীরা আলু বিজ কিনে মহা বিপাকে পড়েছে।