গাংনীতে দি হাঙ্গার প্রজেক্টের ১৫৮৭তম উজ্জীবক প্রশিক্ষন শুরু।

নিউজ ডেস্ক- গাংনীতে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ১৫৮৭ তম উজ্জীবক প্রশিক্ষন শুরু হয়েছে । আত্মশক্তিতে বলীয়ান ব্যক্তি কখনও দরিদ্র থাকতে পা...

নিউজ ডেস্ক- গাংনীতে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ১৫৮৭ তম উজ্জীবক প্রশিক্ষন শুরু হয়েছেআত্মশক্তিতে বলীয়ান ব্যক্তি কখনও দরিদ্র থাকতে পারে না এ শ্লোগান কে সামনে রেখে ক্ষুধা-দারিদ্রমুক্ত আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ার লক্ষে গত ১২ wW‡m¤^i রোজ শনিবার থেকে স্থানীয় উজ্জীবকবৃন্দের আয়োজনে চিৎলা মাধ্যমিক বিদ্যালয়ে ৪ দিন ব্যাপী প্রশিক্ষন শুরু হয়েছেপ্রশিক্ষনে প্রশিক্ষক হিসেবে রয়েছেন প্রজেক্টের কুষ্টিয়া জেলার সাবেক mgš^qKvix আব্দুস সবুরভিটিআর হিসেবে রয়েছেন রুমানা আফরোজ, সিরাজুল ইসলাম স্যার,প্রভাষক মহিবুর রহমান মিন্টু, গোলাম Avw¤^qv, সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম,ও উজ্জীবক আব্দাল হক, ফরিদা পারভিন প্রমুখপ্রশিক্ষনে ৫২ জনউজ্জীবক অংশ নেয়

Follow Us

গাংনী নিউজের পক্ষ থেকে সকল পাঠককে আন্তরিক শুভেচ্ছা । প্রিয় পাঠক, অত্যান্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, গাংনী নিউজ এখন থেকে ২৪ ঘন্টাই আপডেট করাহবে। আমাদের ঠিকানা-www.gangninews.com আমাদের সাইটে প্রবেশ করুন- এখানে ক্লিক করে এবং গাংনীর সব খবর সবার আগে জেনে নিন ধন্যবাদ।

Hot in week

Recent

Comments

ডাউনলোড করুন। ছবি দেখে ফন্টটি সেটাপ করুন এবং ফিক্স করুন।
item