গাংনীতে পৃথক দু’টি সড়ক দূর্ঘটনায় নিহত ১ আহত-৯
আবুহোসেন:-গতকাল শুক্রবার সকালে মেহেরপুর-কুষ্টিযা সড়কে পৃথক দু ’ টি স্থানে সড়ক দূর্ঘটনায় একজন নিহত ও ৯ জন আহত হয়েছে ...
আবুহোসেন:-গতকাল শুক্রবার সকালে মেহেরপুর-কুষ্টিযা সড়কে পৃথক দু’টি স্থানে সড়ক দূর্ঘটনায় একজন নিহত ও ৯ জন আহত হয়েছে। আহতদের মেহেরপুর ও গাংনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, সকাল ১১ টার সময় গাড়াডোব নামক স্থানে রাসত্মা পারাপারের সময় মেহেরপুর গামী একটি যাত্রীবাহি বাস (যার নংকুষ্টিয়া-১১-০০০৫)চাপায় ফকির মোহাম্মদ (৪৫) নামের এক পথচারী নিহত হয়। সে এ উপজেলার যুগিন্দা গ্রামের আইনদ্দীনের ছেলে। অপরদিকে সকাল সাড়ে নয় ঘটিকার সময় বাঁশবাড়ীয়া নামক স্থানে চলনত্ম ট্রাক ও টাক্টরের মধ্যে মুখোমুখি সংঘর্ষে অননত্মঃ ৯ জন আহত হয়েছে। আহতদেরকে গাংনী ও মেহেরপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হচ্ছে ট্রাক ড্রাইভার মঞ্জিল মিয়া (৩৮), ট্রাক্টর ড্রাইভার খোকন মিয়া (২৫), ইটভাটা শ্রমিক কাদের আলী (২২), বাশেদ আলী (৩৫), জাহাঙ্গীর হোসেন (২৭), আলীজান (৪৫), খোক (২৮), হোসেন আলী (৩১) ও নিয়ামত সর্দ্দার (৪৬)।
প্রত্যক্ষদর্শী সুত্রে প্রকাশ, কুষ্টিয়া থেকে বালি ভর্তি একটি ট্রাক (যার নং ঢাকা মেট্রো-ট-১৪-৫৫৯৮) মেহেরপুর যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা ইটবাহি একটি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দু’টি যানবাহনই দুমড়ে মুচড়ে যায়। ঘনকুয়াশার কারণে এ দূর্ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।