আজকের খবর:-
গাংনীতে ভূমিহীন সমিতির ২দিন ব্যাপী নাট্য উৎসব অনুষ্ঠিত । ******************************************** অপ-সাংস্কৃতি ধ্বংশ হোক , ...
গাংনীতে ভূমিহীন সমিতির ২দিন ব্যাপী নাট্য উৎসব অনুষ্ঠিত।
********************************************
অপ-সাংস্কৃতি ধ্বংশ হোক, গণ সাংস্কৃতি মুক্তিপাক। নাটক হোক মুক্তির চেতনা।এ শ্লোগান কে লালন করে মেহেরপুরের গাংনীতে ভূমিহীন সমিতির উদ্যোগে ২ দিন ব্যাপী নাট্য উৎসবের উদ্ধোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে গাংনী নিজেরা করি অফিসের ব্যবস্থাপনায় (অফিসের পার্শ্বস্থ আম বাগানে) বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে নাট্য উৎসব প্রাণবনত্ম হয়ে উঠে। ২ দিন ব্যাপী নাট্য উৎসবের ১ম দিনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচী শুরু হয়। র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় ভূমিহীন সমিতির সভাপতি আবু মুছার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাংনী ডিগ্রী কলেজের অধ্যাপক রফিকুর রশীদ রিজভী। বক্তব্য রাখেন, ভূমিহীন নেতা মরিয়ম বেগম, সাজেদুর রহমান, আঃ গনি, আলতাব হোসেন। এছাড়াও নিজেরা করি সংস্থার পক্ষ থেকে বক্তব্য রাখেন, গাংনী অঞ্চল সভাপতি হাবিবুর রহমান, মশিউল আলম, স্বপন দাস, আবুল খায়ের মজনু প্রমুখ। এর আগে প্রধান অতিথি রফিকুর রশীদের নেতৃত্বে একটি বিশাল শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে ভূমিহীন সমিতির নেতা-নেত্রী আমন্ত্রিত অতিথিবৃন্দ ও এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও গন নাটক নারী উপস্থাপন করে কালীগাংনী ভূমিহীন সাংস্কৃতিক দল এবং গন- নাটক বিশ্বায়ন উপস্থাপন করে চেংগাড়া ভূমিহীন সাংস্কৃতিক দল।
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++