আজকের খবর:-

গাংনীতে আওয়ামীলীগের দুগ্রুপের টেন্ডার বাজি ঠেকাতে র‌্যাব-পুলিশ মোতায়েন। *************************************************************** ...

গাংনীতে আওয়ামীলীগের দুগ্রুপের টেন্ডার বাজি ঠেকাতে র‌্যাব-পুলিশ মোতায়েন।
***************************************************************

অফিস :- গাংনীতে আওয়ামীলীগের দুগ্রুপের টেন্ডার বাজি ঠেকাতে এল জি ই ডি অফিসে বিপুল সংখ্যক র‌্যাব-পুলিশ মোতায়েন করা হয়েছে গতকাল বুধবার সকালে গোয়েন্দা সংস্থার ইনফরমেশনের ভিত্তিতে উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে সহিংসতা এড়াতে ব্যাপক সংখ্যক র‌্যাব-পুলিশ সদস্য মোতায়েন করা হয়

এল জি ই ডি অফিস সূত্রে জানা গেছে, গাংনী উপজেলার ৫টি সরকার প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের জন্য দরপত্র আহবান করা হয় স্কুল গুলির মধ্যে রয়েছে, গাড়াবড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, মুন্দা অলিনগর প্রাথমিক বিদ্যালয়, জুগীরগোফা প্রাথমিক বিদ্যালয়, ঢেপা প্রাথমিক বিদ্যালয় ও এলাঙ্গী সরকারী প্রাথমিক বিদ্যালয় এসব বিদ্যালয় নির্মানে প্রতিটির জন্য ব্যয় (সরকারী ভাবে) ধরা হয়েছে ২৩ লাখ ৬৭ হাজার টাকাবিদ্যালয় গুুলির নির্মানের কার্যকাল ২৭০ দিন গতকাল বুধবার ছিল টেন্ডার ড্রপের তারিখ

পুলিশ সুত্রে জানাগেছে, গাংনীতে আওয়ামীলীগের মকবুল গ্রুপ ও এম এ খালেক গ্রুপের সর্মথক ঠিকাদারদের মধ্যে টেন্ডার দাখিল নিয়ে সংঘর্ষের আশংকার খবর নিয়ে পুলিশ-র‌্যাব মোতায়েন করা হয় শেষ খবর পাওয়া পর্যনত্ম কোন সহিংসতা ঘটনা ঘটেনি


Follow Us

গাংনী নিউজের পক্ষ থেকে সকল পাঠককে আন্তরিক শুভেচ্ছা । প্রিয় পাঠক, অত্যান্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, গাংনী নিউজ এখন থেকে ২৪ ঘন্টাই আপডেট করাহবে। আমাদের ঠিকানা-www.gangninews.com আমাদের সাইটে প্রবেশ করুন- এখানে ক্লিক করে এবং গাংনীর সব খবর সবার আগে জেনে নিন ধন্যবাদ।

Hot in week

Recent

Comments

ডাউনলোড করুন। ছবি দেখে ফন্টটি সেটাপ করুন এবং ফিক্স করুন।
item