আজকের খবর:-
গাংনীতে আওয়ামীলীগের দুগ্রুপের টেন্ডার বাজি ঠেকাতে র্যাব-পুলিশ মোতায়েন। *************************************************************** ...
***************************************************************
অফিস :- গাংনীতে আওয়ামীলীগের দুগ্রুপের টেন্ডার বাজি ঠেকাতে এল জি ই ডি অফিসে বিপুল সংখ্যক র্যাব-পুলিশ মোতায়েন করা হয়েছে । গতকাল বুধবার সকালে গোয়েন্দা সংস্থার ইনফরমেশনের ভিত্তিতে উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে সহিংসতা এড়াতে ব্যাপক সংখ্যক র্যাব-পুলিশ সদস্য মোতায়েন করা হয় ।
এল জি ই ডি অফিস সূত্রে জানা গেছে, গাংনী উপজেলার ৫টি সরকার প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের জন্য দরপত্র আহবান করা হয় । স্কুল গুলির মধ্যে রয়েছে, গাড়াবড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, মুন্দা অলিনগর প্রাথমিক বিদ্যালয়, জুগীরগোফা প্রাথমিক বিদ্যালয়, ঢেপা প্রাথমিক বিদ্যালয় ও এলাঙ্গী সরকারী প্রাথমিক বিদ্যালয় । এসব বিদ্যালয় নির্মানে প্রতিটির জন্য ব্যয় (সরকারী ভাবে) ধরা হয়েছে ২৩ লাখ ৬৭ হাজার টাকা। বিদ্যালয় গুুলির নির্মানের কার্যকাল ২৭০ দিন । গতকাল বুধবার ছিল টেন্ডার ড্রপের তারিখ ।
পুলিশ সুত্রে জানাগেছে, গাংনীতে আওয়ামীলীগের মকবুল গ্রুপ ও এম এ খালেক গ্রুপের সর্মথক ঠিকাদারদের মধ্যে টেন্ডার দাখিল নিয়ে সংঘর্ষের আশংকার খবর নিয়ে পুলিশ-র্যাব মোতায়েন করা হয় । শেষ খবর পাওয়া পর্যনত্ম কোন সহিংসতা ঘটনা ঘটেনি।