আজকের খবর:-
গাংনীতে বন বিভাগ ও ক্যাম্প পুলিশের অভিযান সরকারী রাস্তার পার্শ্বের কর্তনকৃত গাছ উদ্ধার। গাছ চোর পলাতক *************************************...
***************************************************************
গাংনীতে বন বিভাগ ও পীরতলা ক্যাম্প পুলিশের উদ্যোগে বেতবাড়িয়া গ্রামের বিভিন্ন সরকারী রাসত্মার পার্শ্বের চুরি করে কর্তনকৃত গাছ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার সকালে এলাকার সচেতনমহলের অভিযোগের ভিত্তিতে উপজেলা বন সমপ্রসারণ কর্মকর্তা তার কর্মচারীদের সঙ্গে নিয়ে (পুলিশের সহায়তায়) বেতবাড়িয়া গ্রামের বানী মন্ডলের কাট গোলা থেকে বিপুল পরিমাণ ইপিল ইফিল, বিলাতী নিম ও কড়ৃই কাঠ উদ্ধার করেছে। তবে গাছ চোর সিন্ডিকেটের কাউকে আটক করা সম্ভব হয় নি।
বন কর্মকর্তা জানান, বেতবাড়িয়া গ্রামের বানী, ফজলু আলেহীম ও জইমদ্দীনের নেতৃত্বে ক্ষমতাসীন দলের ছত্র ছায়ায় বেতবাড়িয়া গ্রামের আরও কয়েকজন প্রকাশ্যে (দিনের বেলাতেও) রাসত্মার এবং মালিকানা মোটা মোটা গাছ কেটে উজাড় করেছে। প্রতিনিয়ত উক্ত গাছ কাটা চক্র গাছ কেটে ইটের ভাটা গুলোতে সরবরাহ করে থাকে। এদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস করে ন। কাঠ ব্যবসায়ী বানী দলীয় ক্ষমতা দেখিয়ে অল্প মূল্যে গাছ ক্রয় করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। নির্ভরযোগ্য সূক্রে জানা গেছে, পীরতলা ও ভবানীপুর ক্যাম্প পুলিশকে মাসোহারা প্রদানের মাধ্যমে ম্যানেক করে ক্ষমতাসীন দলের সরকার গঠনের পর থেকেই গাছ কেটে উজাড় করেছে। গাছ কাটা ছাড়াও মাঠের আখ, ধান, পাট কেটে প্রতিপক্ষকে ক্ষতিগ্রস্থ করছে। পুলিশের ভূমিকা নিয়ে এলাকার সচেতন মহল ক্ষোভ প্রকাশ করায় কেউ অভিযোগ উত্থাপন করে না। এ রির্পোট লিখা পর্যনত্ম পুলিশ কাউকেই আটক করেনি। উদ্ধার কৃত আনুমানিক ১ লক্ষ টাকার গাছ পুলিশ হেফাজতে রয়েছে।
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++