আজকের খবর:-

গাংনীতে ভূয়া মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা । প্রকৃত মুক্তিযোদ্ধাদের মাঝে ক্ষোভ ********************************************* ***************** ...

গাংনীতে ভূয়া মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা । প্রকৃত মুক্তিযোদ্ধাদের মাঝে ক্ষোভ
*********************************************
*****************

এম,এ,লিংকন-- গাংনীতে ভূঁয়া এবং অমুক্তিযোদ্ধাকে বিজয় দিবসে সংবর্ধনা প্রদান করা হয়েছেসমপ্রতি অনুষ্ঠিত মহান বিজয় দিবসে করা হয় এদের মধ্যে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্যে নুরুল হুদা ওরফে নূহু বাঙ্গালী নামে একজন ভূয়াঁ এবং অমুক্তিযোদ্ধাকে ক্রেষ্ট প্রদান করা হয়েছেফলে প্রকৃত মুক্তিযোদ্ধাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া ও ক্ষোভ প্রকাশ করেছে

গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিরে কমান্ডার শামসুল আলম সোনা এ প্রতিনিধিকে জানান, নূরুল হুদা কখনই মুক্তিযোদ্ধা ছিল নাযুদ্ধ কালীন সময়ে এক একেবারেই ছেলে মানুষসে কখনও ভারতীয় মুক্তিযোদ্ধা ক্যাম্প প্রশিক্ষণ গ্রহণ করেনি বা ভারতীয় তালিকাতে তার কোন নাম ঠিকানা নেয়অথচ দলীয় পরিচয়ে অর্থের বিনিময়ে বিভিন্ন সময় মুক্তিবার্তা, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাষ্ট্রের তালিকায় নাম রদ বদল করে সে নিজেকে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সচিব পরিচয় দিয়ে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হিসেবে ভাতা উত্তোলন করছেনির্ভরযোগ্য সুত্রে আরও জানা গেছে, নূরুল হুদা আলমডাঙ্গা উপজেলা হাটবোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৯৭৪ সালে এস, এস, সি পাশ করেতার জন্ম তারিখ০১/০৭/১৯৫৭ ইংযুদ্ধের সময় তার বয়স ছিল ১১/১২ বছরসে তখন ৭ম/৮ম শ্রেণীর ছাত্রতার কয়েকজন নিকটাত্মীয় এবং বন্ধু জানায়, নুরুল হুদা কখনই মুক্তিযোদ্ধা ছিল নাভূঁয়া মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করায় প্রকৃত মুক্তিযোদ্ধা মর্মাহত

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++



Follow Us

গাংনী নিউজের পক্ষ থেকে সকল পাঠককে আন্তরিক শুভেচ্ছা । প্রিয় পাঠক, অত্যান্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, গাংনী নিউজ এখন থেকে ২৪ ঘন্টাই আপডেট করাহবে। আমাদের ঠিকানা-www.gangninews.com আমাদের সাইটে প্রবেশ করুন- এখানে ক্লিক করে এবং গাংনীর সব খবর সবার আগে জেনে নিন ধন্যবাদ।

Hot in weekRecentComments

Hot in week

Recent

Comments

ডাউনলোড করুন। ছবি দেখে ফন্টটি সেটাপ করুন এবং ফিক্স করুন।
item