মেহেরপুরের গাংনীর পল্লী থেকে ৫টি এলজি শাটার উদ্ধার ।
নিউজ ডেস্ক- গাংনী উপজেলার পল্লী থেকে ৫টি ভারতীয় তৈরী এলজি শার্টার গান উদ্ধার করা হয়েছে । গাংনী র্যাব ক্যাম্পের সদস্যরা ...
নিউজ ডেস্ক- গাংনী উপজেলার পল্লী থেকে ৫টি ভারতীয় তৈরী এলজি শার্টার গান উদ্ধার করা হয়েছে। গাংনী র্যাব ক্যাম্পের সদস্যরা গতকাল রোববার ভোরে একটি বট গাছের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র গুলো উদ্ধার করে।
গাংনী র্যাব ক্যাম্প সুত্রে জানা গেছে, গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের সন্ত্রাস কবলিত আড়পাড়া গ্রামের জনৈক হযরত আলীর ছেলে বাবুল হোসেন(৩৫)’র বসতবাড়িদক্ষিণ-পূর্ব গালার মাঠে বট গাছের এক দল সন্ত্রাসী বড় রকমের অঘটন ঘটানোর জন্য বৈঠক করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প কমান্ডার এ, এস, পি, জাহিদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। ব্যার’র উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলেও ফেলে যায় তাদের ব্যবহৃত ৫টি ভারতীয় এল জি শার্টার গান। ঘটনাস্থল থেকে র্যাব এল জি শার্টার গুলো উদ্ধার করে।