আজকের খবর:-

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে গাংনীতে এডুকেশন এওয়ারনেস এন্ড কমিউনিটি মোবিলাইজেশন কর্মসূচীরওরিয়েন্টেশন অনুষ্ঠিত। ****************...


উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে গাংনীতে এডুকেশন এওয়ারনেস এন্ড কমিউনিটি মোবিলাইজেশন কর্মসূচীরওরিয়েন্টেশন অনুষ্ঠিত।
*************************************************************************************

তাহেরুল:- গাংনীতে এডুকেশন এওয়ারনেস এন্ড কমিউনিটি মোবিলাইজেশন কর্মসূচীর ওরিয়েন্টেশন/০৯ অনুষ্ঠিত হয়েছেগতকাল রবিবার সকাল ১১ ঘটিকায় সেকেন্ডারী এডুকেশন কোয়ালিটি এন্ড অ্যাকসেস এনহান্সমেন্ট প্রজেক্ট (সেকায়েপ) শীর্ষক প্রকল্পের আওতায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এডুকেশন এওয়ারনেস এন্ড কমিউনিটি মোবিলাইজেশন কর্মসূচীর এক ওরিয়েন্টেশন উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়অনুষ্ঠানে প্রকল্পভূক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি, সহ-সভাপতি, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন

উপজেলা নির্বাহী অফিসার জনাব আবু হেনা মোসত্মফা জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ওরিয়েন্টেশনের শুভ উদ্বোধন ঘোষনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যার অ্যাডভোকেট এ, কে,এম শফিকুল আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জুলফিকার আলী ভূট্ট্রো ও সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া ইসলামঅনুষ্ঠানের শুরুতেই প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে ¯^vMZ বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার শামিম আহমেদ খানঅনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক গোলাম মোসত্মফা, আহসান হাবিব ও আঃ মান্নান, বিশিষ্ট কথা সাহিত্যিক অধ্যাপক রফিকুর রশীদ রিজভী, চেয়ারম্যান খোদাদাদ হোসেন খেদু, গোলাম সরোয়ার প্রমুখউপস্থাপনায় ছিলেন গাড়াডোব মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষিকা জাকিয়া আক্তার আল্পনা

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


Follow Us

গাংনী নিউজের পক্ষ থেকে সকল পাঠককে আন্তরিক শুভেচ্ছা । প্রিয় পাঠক, অত্যান্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, গাংনী নিউজ এখন থেকে ২৪ ঘন্টাই আপডেট করাহবে। আমাদের ঠিকানা-www.gangninews.com আমাদের সাইটে প্রবেশ করুন- এখানে ক্লিক করে এবং গাংনীর সব খবর সবার আগে জেনে নিন ধন্যবাদ।

Hot in week

Recent

Comments

ডাউনলোড করুন। ছবি দেখে ফন্টটি সেটাপ করুন এবং ফিক্স করুন।
item