প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা/পাশের হার শুন্য। গাংনী রুয়েরকান্দি প্রাথমিক বিদ্যালয়ের কেউ পাশ করেনি।

আবু হোসেন:- সম্প্রতি প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা/০৯ এর ফলাফল ঘোষনা করা হয়েছে । ফলাফল সূত্রে জানা গেছে , গাংনী উপজেলার ৭৯ টি সরকারী ...

আবু হোসেন:- সম্প্রতি প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা/০৯ এর ফলাফল ঘোষনা করা হয়েছে ফলাফল সূত্রে জানা গেছে, গাংনী উপজেলার ৭৯ টি সরকারী ও ৭২ টি রেজিঃ -বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩ হাজার ৮৯২ জন পরীক্ষার্থী অংশ নিলেও কেউ পাশ করেনি গাংনী উপজেলার পাশের হার ৮২.২৩ হলেও রুয়েরকান্দি বে-সরকারী রেজিঃ প্রাথমিক বিদ্যালয়ের কোন পরীক্ষার্থীই পাশ না করায় শিক্ষা অফিস শিক্ষক মন্ডলী ও অভিভাবক মহল উদ্বেগ প্রকাশ করেছেন

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, রুয়েরকান্দি প্রাথমিক বিদ্যালয় থেকে সর্বমোট ১৫ জন ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করলেও কেউ পাশ করেনি উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নানের সাথে একাধিক বার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি এ ব্যাপারে উপজেলা সহকারী শিক্ষা অফিসার নূর ইসলাম এ প্রতিনিধিকে জানান , উক্ত বিদ্যালয়ে ৪ জন শিক্ষক-শিক্ষীকা থাকলেও ফলাফল শূন্য হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন শিক্ষকদের বিরুদ্ধে কোন আইন গত ব্যবস্থা নেয়া হবে কিনা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারী ভাবেই তাদের বিরুদ্ধে শিক্ষা বিভাগ শাসিত্ম মূলক ব্যবস্থা গ্রহণ করবে ফলাফল না হওয়ায় অভিভাবকরা তাদের ছেলে- মেয়েদের অন্য বিদ্যালয়ে ভর্তি করা শুরু করেছে

Follow Us

গাংনী নিউজের পক্ষ থেকে সকল পাঠককে আন্তরিক শুভেচ্ছা । প্রিয় পাঠক, অত্যান্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, গাংনী নিউজ এখন থেকে ২৪ ঘন্টাই আপডেট করাহবে। আমাদের ঠিকানা-www.gangninews.com আমাদের সাইটে প্রবেশ করুন- এখানে ক্লিক করে এবং গাংনীর সব খবর সবার আগে জেনে নিন ধন্যবাদ।

Hot in week

Recent

Comments

ডাউনলোড করুন। ছবি দেখে ফন্টটি সেটাপ করুন এবং ফিক্স করুন।
item