গাংনীতে আওয়ামীলীগের দু’গ্রুপের সমঝোতা রক্ষা হয়নি সৃষ্ঠ সংঘর্ষে আহত- ১১

নিউজ ডেস্ক- শেষ পর্যনত্ম মেহেরপুরের গাংনীতে মহান বিজয় দিবস উপলক্ষে আওয়ামীলীগের দু ’ গ্রুপের সমঝোতা রক্ষা হয়নি । বিজয় দিবস পাল...







নিউজ ডেস্ক- শেষ পর্যনত্ম মেহেরপুরের গাংনীতে মহান বিজয় দিবস উপলক্ষে আওয়ামীলীগের দুগ্রুপের সমঝোতা রক্ষা হয়নিবিজয় দিবস পালন সৃষ্ঠ সংঘর্ষে আহত হয়েছে ১১ জনকলংকিত হয়েছে গাংনী

সূত্রে প্রকাশ, মহান বিজয় দিবস পালন উপলক্ষে গাংনীতে আওয়ামীলীগের বিবাদ মান দুটি গ্রুপ একই স্থান গাংনী বাস ষ্ট্যান্ডে শহীদ রেজাউল চত্ত্বরে কর্মসূচী পালনের ডাক হয়বড় ধরনের সহিংসা হতে পারে এ আসংকায় জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারে নেতৃত্বে দুগ্রুপের নেতাকর্মীদের সাথে দীর্ঘ বৈঠক শেষে নিজ নিজ নেতার বাড়ির সামনে বিজয় দিবসের কর্মসুচী উদ্‌যাপনের সিদ্ধানত্ম গৃহীত হয়সে অনুযায়ী উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে উপজেলা আওয়ামীলীগের সম্পাদক এমএ খালেকের বাসার সামনে থানা রোডে কর্মসুচী উদযাপনের প্রসু্তুতি নেয়া হয়অন্যদিকে সাবেক এম, পি মকবুল হোসেনর পক্ষ থেকে গাংনী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সময়ে মেহেরপুর- কুষ্টিয়া সড়কের পাশে কর্মসূচী উদ্‌যাপনের জন্য প্রস্তুতি নেয়া হয়, প্রশাসনের কাছে সহিংসতা ত্যাগের ওয়াদা করা হলেও উভয়ে গোপনে গোপনে নিজ নিজ সার্মথ্য অনুযায়ী শক্তি সঞ্চয় করতে থাকেপ্রত্যক্ষদর্শী সূত্রে প্রকাশ, সকাল সাড়ে ৯ টায় উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে এক র‌্যালি শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করে ফিরছিলেনএ র‌্যালির নেতৃত্ব ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মকলেচুর রহমান মুকুল, উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারী এম এ খালেক, আওয়ামীলীগ নেতা হাজী মহাসিন আলীউপজেলা আওয়ামীলীগের র‌্যালিটি থানা মোড়ে পৌছলে সাবেক এম, পি মকবুল হোসেনের সমর্থিত র‌্যালিটি গাংনী কলার হাটে অবস্থান করছিলউভয় র‌্যালিতে পুলিশ ও র‌্যাব সদস্যরা নিরাপত্তা দিচ্ছিলেনতখন সকাল সোয়া ১০টাএ সময় কোন এক র‌্যালি থেকে অপর র‌্যালিকে লক্ষ করে ইট নিক্ষেপ করা হয়এতেই শুরু হয় সংঘর্ষকেউ বলেছে প্রথমে মকবুল হোসেন সমর্থিত র‌্যালি থেকে উপজেলা আওয়ামীলীগের শানিত্মপূর্ণ র‌্যালিতে ইট নিক্ষেপ করা হয়কেউ বলেছে না প্রথমে উপজেলা আওয়ামীলীগের কোন সদস্য মকবুল হোসেনের র‌্যালিতে ইট নিক্ষেপ করেআবার অনেকে বলেছে না উভয় গ্রুপের নেতা কর্মীদের মাঝে ছিল ক্ষোভ ও উত্তেজোনাতৃতীয় কোন পক্ষ সংঘর্ষ বাঁধিয়ে দেওয়ার জন্য ইট নিক্ষেপ করতে পারেএতে শুরু হয় উভয়ের মধ্যকার সংঘর্ষএ সময় প্রশাসনের লোকজন বিবাদ নিরসনের উদ্যোগ নিয়ে ব্যর্থ হয়ঘন্টা দুই চলে দফায় দফায় সংঘর্ষএতে এক পুলিশ সদস্য সহ আহত হয় উভয় গ্রুপে অনত্মঃত ১০ জন এরা হলেন- ২১ আনসার ব্যাটানিয়ান সদস্য আশরাফুল (৩৫) যার নং ০৯১২৪২৪, মালসাদহ গ্রামের সেলিম (২৬) উত্তর পাড়ার যুবলীগ কর্মী মহিবুল (৪০), গাংনী থানা পাড়ার রবিউল (৫৫), গাংনী পৌর কর্মচারী মাহাতাব উদ্দিন,যুবলীগ নেতা শেক আনিচুজ্জামান লুইস,যুবলীগের সম্পাদক পলাশ,আওয়ামীলীগ নেতা একরামূল হক, আওয়ামীলীগ নেতা কুদ্দুস, ছেন্টু, শহিদুল, আতিয়ার, মিজানুর,লিটন, ইউনুচ সংঘর্ষের বর্ণনা দিয়েপ্রত্যক্ষদর্শীরা বলেন- প্রথমে উদ্যোগ নিলেও শেষ পর্যনত্ম অসহায়ের মত এলাকা ত্যাগ করে গাংনী থানা পুলিশের সদস্যরামাঠে থাকে র‌্যাব সদস্যরা শেষে কমান্ডার এ, এস, পি জাহিদের নেতৃত্বে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসেএব্যাপারে এম, এ খালেক বলেন উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে শানিত্ম প্রিয় র‌্যালি শেষে ফিরছিলেন, এমন সময় মকবুল হোসেনের বাহিনিরা অর্তকিত হামলা করেশেষ পর্যনত্ম র‌্যালির প্রতিবাদী Kɯ^i সোচ্চার হয়ে তাদের তাড়া করেশেষ পর্যনত্ম নেতাকর্মীরা প্রতিবাদী গাংনীবাসিকে নিরাপদ স্থানে নিয়ে যায়এ ব্যাপারে মকবুল হোসেনের পক্ষ থেকে বলা হয় গণজোয়ার দেখে এম এ খালেক হিংসাত্নক কর্মকান্ড চালাতে গিয়েই গত দিনের সংঘর্ষের সুচনা করেএ ব্যাপারে শত ব্যবস্থার কথা উল্লেখ করে ওসি সগির মিয়া বলেন- কোন পক্ষ সংঘর্ষের সৃষ্টি করেছি জানিনাপুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছেপরিবেশ শানত্ম রয়েছে।

Follow Us

গাংনী নিউজের পক্ষ থেকে সকল পাঠককে আন্তরিক শুভেচ্ছা । প্রিয় পাঠক, অত্যান্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, গাংনী নিউজ এখন থেকে ২৪ ঘন্টাই আপডেট করাহবে। আমাদের ঠিকানা-www.gangninews.com আমাদের সাইটে প্রবেশ করুন- এখানে ক্লিক করে এবং গাংনীর সব খবর সবার আগে জেনে নিন ধন্যবাদ।

Hot in week

Recent

Comments

ডাউনলোড করুন। ছবি দেখে ফন্টটি সেটাপ করুন এবং ফিক্স করুন।
item