গাংনীতে মহান বিজয় দিবসে পুষ্প মাল্য আর্পন।
এম এ লিংকনঃ-মহান বিজয় দিবস উপলক্ষে ১২টা ১মিনিটে ২১ বার তপোধ্বনীর মধ্যদিয়ে দিনের কর্মদিবস শুরূ হয়। এর পরপর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গাংনী উ...
https://gangninews.blogspot.com/2009/12/blog-post_16.html
এম এ লিংকনঃ-মহান বিজয় দিবস উপলক্ষে ১২টা ১মিনিটে ২১ বার তপোধ্বনীর মধ্যদিয়ে দিনের কর্মদিবস শুরূ হয়। এর পরপর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গাংনী উপজেলা চত্বর শহীদমিনারে পুষ্পমাল্য অর্পন করে বীর শহীদদের শ্রদ্ধা জানানো হয়। একে একে পুষ্পমাল্য অর্পন করে উপজেলা মুক্তিযোদ্ধ সংসদ, মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি সংসদ,গাংনী থানা পুলিশ, গাংনী প্রেস ক্লাব, দি হাঙ্গার প্রজেক্ট ও সুজন গাংনী শাখা,দোয়েল ক্লাব,মুক্তিযোদ্ধা বিজয় উৎসব, ছাত্রলীগ গাংনী উপজেলা শাখা, বাংলাদেশের ওয়ার্কাস পাটি গাংনী শাখা, ছাত্রলীগ গাংনী কলেজ শাখা। পরে শহীদদের আত্মার মাগফেরাত কমনাকরে ১ মিনিট নিরবতা পালন করা হয়।