প্রকাশিত সংবাদ প্রসঙ্গে।
নিউজ ডেস্ক-গত ১৪ ডিসেম্বর সোমবার দৈনিক সময়ের কাগজ পত্রিকায় শেষ পাতায় প্রথম কলামে ‘‘গাংনীতে দারোগা মুরাদের বিরুদ্ধে উৎকোচ নেওয়ার অভিযোগ” শিরো...
https://gangninews.blogspot.com/2009/12/blog-post_1453.html
নিউজ ডেস্ক-গত ১৪ ডিসেম্বর সোমবার দৈনিক সময়ের কাগজ পত্রিকায় শেষ পাতায় প্রথম কলামে ‘‘গাংনীতে দারোগা মুরাদের বিরুদ্ধে উৎকোচ নেওয়ার অভিযোগ” শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন। এ সংবাদের প্রতিনিধি হিসেবে মেহেরপুরের গাংনীর সংবাদদাতা এম, এ লিংকনের নাম দেওয়া হয়েছে। সংবাদদাতা এম, এ লিংকন আদৌ এ সংবাদের সাথে জড়িত নয়। তিনি এ সংবাদের বিষয়ে কিছুই জানেন না। তিনি আরও জানান- এস,আই মুরাদ এ ঘটনার সাথে জড়িত নয়। কোন ষড়যন্ত্র কারী এ সংবাদদাতাকে এস, আই মুরাদের কাছে দোষি সাবস্থ্য করার জন্য এ কাজ করেছে।