গাংনীতে মর্মানিত্মক সড়ক দূর্ঘটনায় দৃষ্টি প্রতিবন্ধী ভিখারী গুরুতর জখম
ডেস্ক- গাংনীর পল্লীতে মর্মানিত্মক সড়ক দূর্ঘটনায় দৃষ্টি প্রতিবন্ধী ভিখারী মারাত্মক আহত হয়েছে । গতকাল বুধবার পৌণে ১২ টার দি...
ডেস্ক- গাংনীর পল্লীতে মর্মানিত্মক সড়ক দূর্ঘটনায় দৃষ্টি প্রতিবন্ধী ভিখারী মারাত্মক আহত হয়েছে। গতকাল বুধবার পৌণে ১২ টার দিকে গাংনী -কুষ্টিয়া সড়কের আকুবপুর বাজার নামক স্থানে পিকনিকের যাত্রীবাহী বাসের ধাক্কায় ভিখারী মারফত (২৫) ছিটকে পড়ে মারাত্মক আহত হয়। গুরুতর জখম মারফতকে প্রথমে বামন্দী ক্লিনিকে এবং পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে গাংনী থানা পুলিশ উপজেলা পরিষদ গেটের সামনে থেকে পিকনিকের বাসটিকে আটক করে। এক পর্যায়ে চালককে আটক রেখে বাসটি ছেড়ে দেয়া হয়।
পুলিশ ও প্রত্যক্ষ দর্শী সূত্রে জানা গেছে, উপজেলার আকুবপুর বাজার নামক স্থানে মুজিবনগর গামী পিকনিকের বাস (যার নং ঢাকা- ব ু ৮৬৯৪, অনন্যা পরিবহন) পথচারী ভিখারী নওদা মটমুড়া গ্রামের আরজান আলী সরদারের ছেলে মারফতকে পিছন থেকে সজোরে ধাক্কা দিলে সে রাসত্মায় পড়ে মাথায় আঘাত প্রাপ্ত হয়। প্রত্যক্ষদর্শীরা সাথে সাথে আহত ব্যক্তিকে বামন্দী ক্লিনিকে ভর্তি করে। পরে মুমূর্ষ অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকামুক্ত নয়। মোবাইল ফোনের খবরে গাংনী থানা পুলিশ গাংনীতে বাসটি আটক করে। এ সময় গাড়ীর ড্রাইভার কুষ্টিয়া জেলার হাটশ হরিপুরের সালদহ গ্রামের মৃত আলীর ছেলে আজম আলীকেও থানা জেল হাজতে নেয়া হয়। পরিশেষে দারসা মাধ্যমিক বিদ্যালয় থেকে আগত পিকনিক যাত্রীদের অনুরোধে বাসটি ছেড়ে দেয়া হয়।