গাংনীতে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত ।
মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী জেদ্দা ব্রিক্সের সামনের সড়কে গতকাল শুক্রবার ইট বোঝাই ট্রাকের ধাক্কায় সাফিরুল ইসলাম (২৮) নামের এক ইটভাটা...
মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী জেদ্দা ব্রিক্সের সামনের সড়কে গতকাল শুক্রবার ইট বোঝাই ট্রাকের ধাক্কায় সাফিরুল ইসলাম (২৮) নামের এক ইটভাটা শ্রমিক নিহত হয়েছেন। নিহত সাফিরুল ইসলাম তেঁতুলবাড়ীয়া গ্রামের আবু বক্করের ছেলে।
প্রত্যক্ষদর্শীসূত্রে প্রকাশ, গতকাল দুপুর ২টার দিকে বামন্দী-বালিয়াঘাট সড়কের পাশে অবস্থিত জেদ্দা ব্রিক্সের শ্রমিক সাফিরুল ইসলাম সাইকেলযোগে ভাটা থেকে বাড়ি ফিরছিলেন। ভাটার রাস্তা অতিক্রম করে পাকা সড়কে ওঠার পথে বিপরীত দিক থেকে আসা মদিনা ব্রিক্সের একটি ইট বোঝাই ট্রাক তাকে ধাক্কা দেয়। রক্তাক্ত জখম অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গাংনী উপজেলার সীমান্তবর্তী তেঁতুলবাড়ীয়া গ্রামের হত দরিদ্র আবু বক্করের সেজ ছেলে সাফিরুলকে হারিয়ে পরিবারের লোকজন পাগলপ্রায়। পরিবারের একমাত্র উপার্জনক্ষম স্বামীকে হারিয়ে স্ত্রী মামনি খাতুন অবুঝ দুশিশুপুত্র হৃদয় (৪) ও বিজয়কে (২) নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। সাফিরুল বছর ছয়েক আগে ধলা গ্রামের ফুরকানের মেয়ে মামনি খাতুনের সাথে বিয়ে হয়। নিহত সাফিরুল ৪ ভাইবোনের মধ্যে সেজ। দিনমজুরি করেই সংসার চলতো। বড় ভাই তফিকুল ইসলাম, মেঝ ভাই নাসির উদ্দীন ও ছোট ভাই ফারুক হোসেন কৃষিকাজ করেন। বোন শেফালি খাতুন বিবাহিত। এ সংবাদ লেখা পর্যন্ত লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে ছিলো। ময়নাতদন্ত শেষে আজ শনিবার সফিরুলের লাশ গ্রামে পৌছুতে পারে বলে নিহতের পারিবারিক সুত্রে জানা গেছে।