গাংনীতে সাংস্কৃতিক আড্ডা জিঘাংসাই শেষ কথা নয়, ভালবাসায় শেষ কথা- জেলা প্রশাসক।

সাহাজুল ইসলাম- জিঘাংসাই শেষ কথা নয় , ভালবাসায় শেষ কথা । আপনারা যে ভালবাসার ডেউ তুলেছেন এই ঢেউ মানব প্রেমে আন্দোলিত হউক । ভালবাসা যদি এক প...

সাহাজুল ইসলাম- জিঘাংসাই শেষ কথা নয়, ভালবাসায় শেষ কথাআপনারা যে ভালবাসার ডেউ তুলেছেন এই ঢেউ মানব প্রেমে আন্দোলিত হউকভালবাসা যদি এক প্রাণ থেকে অন্য প্রাণে ছড়িয়ে দেয়া য়ায় তবেই মানব জীবন সার্থকসুষ্ঠু সংস্কৃতি চর্চা মানুষকে সত্যিকারের মানুষ করে তোলেচিত্ত বিনোদন না থাকলে মানুষের অনত্মর মরে যায়সুষ্ঠু সাংস্কৃতি চর্চা অব্যাহত রাখলে আমাদের মধ্যে বন্ধুত্ব বাড়ে, তাই মারামারি, বিভেদ , সহিংসতা থাকে নাআপনাদের এই প্রয়াস অব্যাহত থাকুকএই কথা গুলো বলেন গাংনী উপজেলা শিল্পকলা একাডেমী আয়োজিত সাংস্কৃতিক আড্ডা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জামাল উদ্দিন গত শুক্রবার বিকেলে গাংনী উপজেলা অডিটোরিয়ামে মেহেরপুর ও গাংনী উপজেলা বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের কলাকুশলী সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংস্কৃতি সেবী, শিল্পমনা, সঙ্গীতপ্রেমী শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক আড্ডা অনুষ্ঠিত হয়মেহেরপুর গাংনীর শতাধিক শিল্পী দেশগান, লোকগীতি, লালনগীতি, নজরুল গীতি, রবীন্দ্র সংগীত ও আধুনিক গানে দর্শক শ্রোতাদের মাতিয়ে তোলেনএ ছাড়াও কবিতা আবৃত্তি, কৌতুক ও রসাত্মক হাসি গানে সুর ছন্দে অনুষ্ঠানটি আনন্দ মুখর ও প্রাণবনত্ম হয়ে উঠে

অনুষ্ঠানে গাংনী শিল্পকলা একাডেমীর পৃষ্ঠপোষক সিরাজুল ইসলাম স্যারের সার্বিক ব্যবস্থাপনায় উপস্থি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. শফিকুল আলম, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা মমতাজ কাকলী, উপজেলা নির্বাহী অফিসার আবু হেনা মোসত্মফা জামান, মেহেরপুর শিল্পকলা একাডেমীর পরিচালক অধ্যাপক সাইদুর রহমান সেন্টুএ সময় গাংনী রির্পোটার্স ইউনিটির সভাপতি আমিরুল ইসলাম সহ গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে সাংস্কৃতিক আড্ডা উপভোগ করেণ

Follow Us

গাংনী নিউজের পক্ষ থেকে সকল পাঠককে আন্তরিক শুভেচ্ছা । প্রিয় পাঠক, অত্যান্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, গাংনী নিউজ এখন থেকে ২৪ ঘন্টাই আপডেট করাহবে। আমাদের ঠিকানা-www.gangninews.com আমাদের সাইটে প্রবেশ করুন- এখানে ক্লিক করে এবং গাংনীর সব খবর সবার আগে জেনে নিন ধন্যবাদ।

Hot in week

Recent

Comments

ডাউনলোড করুন। ছবি দেখে ফন্টটি সেটাপ করুন এবং ফিক্স করুন।
item