গাংনীতে নুরূল হক স্মৃতি সংসদের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার প্রদান।

মিলন-মেহেরপুরের গাংনীতে নুরূল হক স্মৃতি সংসদের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদানকরা হয়েছে। গতকাল বুধবার হোগলবাড়িয়া-মহাম্মদপুর হ...

মিলন-মেহেরপুরের গাংনীতে নুরূল হক স্মৃতি সংসদের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদানকরা হয়েছে। গতকাল বুধবার হোগলবাড়িয়া-মহাম্মদপুর হাজি ভরস উদ্দীন মাধ্যমিক বিদ্যালয়ের নুরূল হক মেমোরিয়াল হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নুরূল হক স্মৃতি সংসদের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মটমুড়া ইউপির সাবেক চেয়ারম্যান আনোয়ারূল ইসলাম।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরহাদ আক্তার বানু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহাদ আলী, অনসার আলী মাষ্টার, হোগলবাড়িয়া-মহাম্মদপুর হাজি ভরস উদ্দীন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাইরুল ওরা।

Follow Us

গাংনী নিউজের পক্ষ থেকে সকল পাঠককে আন্তরিক শুভেচ্ছা । প্রিয় পাঠক, অত্যান্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, গাংনী নিউজ এখন থেকে ২৪ ঘন্টাই আপডেট করাহবে। আমাদের ঠিকানা-www.gangninews.com আমাদের সাইটে প্রবেশ করুন- এখানে ক্লিক করে এবং গাংনীর সব খবর সবার আগে জেনে নিন ধন্যবাদ।

Hot in week

Recent

Comments

ডাউনলোড করুন। ছবি দেখে ফন্টটি সেটাপ করুন এবং ফিক্স করুন।
item