গাংনীতে বাওট সোলাইমানি মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হোল আন্ত স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা ২০১০
মিলন- গতকাল ২৮শে ফেব্রুয়ারী বাওট সোলাইমানি মাধ্যমিক বিদ্যালয়ে আন্ত স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা ২০১০ অনুষ্ঠিত হয়েছে। উক্ত ক্রীড়া ...
মিলন-গতকাল ২৮শে ফেব্রুয়ারী বাওট সোলাইমানি মাধ্যমিক বিদ্যালয়ে আন্ত স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা ২০১০ অনুষ্ঠিত হয়েছে। উক্ত ক্রীড়া প্রতিযোগিতা উপজেলা শিক্ষা অফিস থেকে
২ টা জোনে ভাগ করে দেওয়া হয়,জোন -১ বাশ বাড়ীয়া (ক) জোন -২ বাওট (খ)
বাওট জনে মোট ৩৭ টা স্কুল প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে।
বাশবাড়ীয়া জনে মোট ৩৬ টা স্কুল প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে।
উক্ত ক্রীড়া প্রতিযোগিতায়: দৌড় , লাফ , উচ্চ লাফ, চাতকী,বর্শা, দড়ি খেলা , মোরগের লড়াই আর ও অনেক খেলার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাওট সোলাইমানি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম সার্বিক পরিচালনায় সকল স্কুলে ক্রীড়া শিক্ষক।