গাংনীতে বাওট সোলাইমানি মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হোল আন্ত স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা ২০১০

মিলন- গতকাল ২৮শে ফেব্রুয়ারী বাওট সোলাইমানি মাধ্যমিক বিদ্যালয়ে আন্ত স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা ২০১০ অনুষ্ঠিত হয়েছে। উক্ত ক্রীড়া ...


মিলন-গতকাল ২৮শে ফেব্রুয়ারী বাওট সোলাইমানি মাধ্যমিক বিদ্যালয়ে আন্ত স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা ২০১০ অনুষ্ঠিত হয়েছে। উক্ত ক্রীড়া প্রতিযোগিতা উপজেলা শিক্ষা অফিস থেকে

২ টা জোনে ভাগ করে দেওয়া হয়,জোন -১ বাশ বাড়ীয়া (ক) জোন -২ বাওট (খ)

বাওট জনে মোট ৩৭ টা স্কুল প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে

বাশবাড়ীয়া জনে মোট ৩৬ টা স্কুল প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে

উক্ত ক্রীড়া প্রতিযোগিতায়: দৌড় , লাফ , উচ্চ লাফ, চাতকী,বর্শা, দড়ি খেলা , মোরগের লড়াই আর ও অনেক খেলার আয়োজন করা হয়উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাওট সোলাইমানি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম সার্বিক পরিচালনায় সকল স্কুলে ক্রীড়া শিক্ষক

Follow Us

গাংনী নিউজের পক্ষ থেকে সকল পাঠককে আন্তরিক শুভেচ্ছা । প্রিয় পাঠক, অত্যান্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, গাংনী নিউজ এখন থেকে ২৪ ঘন্টাই আপডেট করাহবে। আমাদের ঠিকানা-www.gangninews.com আমাদের সাইটে প্রবেশ করুন- এখানে ক্লিক করে এবং গাংনীর সব খবর সবার আগে জেনে নিন ধন্যবাদ।

Hot in week

Recent

Comments

ডাউনলোড করুন। ছবি দেখে ফন্টটি সেটাপ করুন এবং ফিক্স করুন।
item