দুস্থ অসহায় মানুষের আশার আলো দেখিয়েছে মেহেরপুরের গাংনীর ছারেজাহান ফাউন্ডেশন ।

মেহেরপুরের গাংনী উপজেলাতে নীরবে দুস্থ অসহায় মান ু ষের পাশে দাঁড়িয়ে আশার আলো দেখিয়েছে ছারেজাহান ফা উ ন্ডেশন । দুঃখী মানুষের দুঃখ যিনি কষ্ট পা...

মেহেরপুরের গাংনী উপজেলাতে নীরবে দুস্থ অসহায় মানষের পাশে দাঁড়িয়ে আশার আলো দেখিয়েছে ছারেজাহান ফান্ডেশনদুঃখী মানুষের দুঃখ যিনি কষ্ট পান সেই মহান ব্যক্তিত্ব জেলার গাংনী উপজেলার পশ্চিম মালশাদহ গ্রামের ছারেজাহান ফান্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ মতিউর রহমানপশ্চিম মালশাহদ গ্রামের মৃত ইয়াছিন আলির ছেলে মতিউর রহমান ছারেজাহান ফাউন্ডেশনের মাধ্যমে ইতো মধ্যে শুরু করেছেন নানা মুখী উন্নয়ন কর্মকান্ডগাংনী মানুষের মুখে হাসি ফুটাতে নিজ তহবিল হতে শীত মৌসুমে তিনি দুঃস্থদের মাঝে শীত বস্ত্র বিতরন করেনদুঃস্থ গরীব অসহায়দের মাঝে বিতরন করে খাবার সামগ্রী, নগদ অর্থ, কৃষকদের দেন নানা রকম সহযোগিতাএলাকার ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদে, ঈদগাহ নির্মানে তার অবদান অব্যাহত রয়েছেএলাকার দুঃখী মানুষের চিকিসা সেব, গরীব মেধাবী শিক্ষার্থদের লেখা পড়া চালিয়ে নিতে মুক্ত হসেত্ম দান করেছেন এলাকার গরীব অসহায় বৃদ্ধদের শেষ বয়েসের কথা চিনত্মা করে নিজ গ্রাম পশ্চিম মালশাহদহ গ্রামে একটি আবসন প্রকল্প গ্রহনের পরিকল্পনা রয়েছেএলাকার মানুষের আর্ধিক উন্নয়ন ঘটাতে এ ফাউন্ডেশনের মাধ্যমে নগদ উন্নয়ন ফাউন্ডেশনের অর্থ সম্পাদকের দায়িত্ব পালন করছেনগাংনীর উন্নয়নে যাদের মনপ্রাণ কাঁদে তাদের মধ্যে তিনি অন্যতমগাংনী উন্নয়নের যাদের কার্যক্রম মতিউর রহমানের অফিস ঢাকাসত্ম ধানমন্ডি থেকে শুরু হয়মোঃ মতিউর রহমান ব্যবসায়িক ভাবে একজন সফল ব্যক্তিতিনি কোবা ইলেকট্রনিক্‌্র এর ম্যানেজিং ডাইরেক্টর, এশিয়া পেসিফিক মেডিক্যালস লিঃ এর ম্যাসেজিং ডাইরেক্টর, ক্যারি ফেলিলি সুপার স্টোর এর ম্যানেজিং ডাইরেক্টর ও মেডিকিউ মেডিক্যালস এর প্রোইইটর হিসাবে দায়িত্ব পালন করছেন

Follow Us

গাংনী নিউজের পক্ষ থেকে সকল পাঠককে আন্তরিক শুভেচ্ছা । প্রিয় পাঠক, অত্যান্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, গাংনী নিউজ এখন থেকে ২৪ ঘন্টাই আপডেট করাহবে। আমাদের ঠিকানা-www.gangninews.com আমাদের সাইটে প্রবেশ করুন- এখানে ক্লিক করে এবং গাংনীর সব খবর সবার আগে জেনে নিন ধন্যবাদ।

Hot in week

Recent

Comments

ডাউনলোড করুন। ছবি দেখে ফন্টটি সেটাপ করুন এবং ফিক্স করুন।
item