দুস্থ অসহায় মানুষের আশার আলো দেখিয়েছে মেহেরপুরের গাংনীর ছারেজাহান ফাউন্ডেশন ।
মেহেরপুরের গাংনী উপজেলাতে নীরবে দুস্থ অসহায় মান ু ষের পাশে দাঁড়িয়ে আশার আলো দেখিয়েছে ছারেজাহান ফা উ ন্ডেশন । দুঃখী মানুষের দুঃখ যিনি কষ্ট পা...
https://gangninews.blogspot.com/2010/03/blog-post_21.html
মেহেরপুরের গাংনী উপজেলাতে নীরবে দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আশার আলো দেখিয়েছে ছারেজাহান ফাউন্ডেশন। দুঃখী মানুষের দুঃখ যিনি কষ্ট পান সেই মহান ব্যক্তিত্ব জেলার গাংনী উপজেলার পশ্চিম মালশাদহ গ্রামের ছারেজাহান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ মতিউর রহমান। পশ্চিম মালশাহদ গ্রামের মৃত ইয়াছিন আলির ছেলে মতিউর রহমান ছারেজাহান ফাউন্ডেশনের মাধ্যমে ইতো মধ্যে শুরু করেছেন নানা মুখী উন্নয়ন কর্মকান্ড। গাংনী মানুষের মুখে হাসি ফুটাতে নিজ তহবিল হতে শীত মৌসুমে তিনি দুঃস্থদের মাঝে শীত বস্ত্র বিতরন করেন। দুঃস্থ গরীব অসহায়দের মাঝে বিতরন করে খাবার সামগ্রী, নগদ অর্থ, কৃষকদের দেন নানা রকম সহযোগিতা। এলাকার ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদে, ঈদগাহ নির্মানে তার অবদান অব্যাহত রয়েছে। এলাকার দুঃখী মানুষের চিকিৎসা সেব, গরীব মেধাবী শিক্ষার্থদের লেখা পড়া চালিয়ে নিতে মুক্ত হসেত্ম দান করেছেন । এলাকার গরীব অসহায় বৃদ্ধদের শেষ বয়েসের কথা চিনত্মা করে নিজ গ্রাম পশ্চিম মালশাহদহ গ্রামে একটি আবসন প্রকল্প গ্রহনের পরিকল্পনা রয়েছে। এলাকার মানুষের আর্ধিক উন্নয়ন ঘটাতে এ ফাউন্ডেশনের মাধ্যমে নগদ উন্নয়ন ফাউন্ডেশনের অর্থ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। গাংনীর উন্নয়নে যাদের মনপ্রাণ কাঁদে তাদের মধ্যে তিনি অন্যতম। গাংনী উন্নয়নের যাদের কার্যক্রম মতিউর রহমানের অফিস ঢাকাসত্ম ধানমন্ডি থেকে শুরু হয়। মোঃ মতিউর রহমান ব্যবসায়িক ভাবে একজন সফল ব্যক্তি। তিনি কোবা ইলেকট্রনিক্্র এর ম্যানেজিং ডাইরেক্টর, এশিয়া পেসিফিক মেডিক্যালস লিঃ এর ম্যাসেজিং ডাইরেক্টর, ক্যারি ফেলিলি সুপার স্টোর এর ম্যানেজিং ডাইরেক্টর ও মেডিকিউ মেডিক্যালস এর প্রোইইটর হিসাবে দায়িত্ব পালন করছেন।