গাংনীতে স্বাস্থ্য বিভাগের আয়োজনে দায় সারা ভাবে আর্সেনিক বিষয়ক ৫ দিনব্যাপী প্রশিক্ষন সম্পন্ন।

গাংনী অফিস ঃ গাংনীতে দায়সারা ভাবে আর্সেনিক বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন করা হয়েছে । উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা অফিসের আয়োজনে এবং স্বাস্থ্য অধ...

গাংনী অফিস ঃ গাংনীতে দায়সারা ভাবে আর্সেনিক বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন করা হয়েছেউপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা অফিসের আয়োজনে এবং স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগিতায় ৫দিন ব্যাপী আর্সেনিক বিষয়ক প্রশিক্ষনের কথা থাকলেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিসার ডাঃ আবু মোহাম্মদ জহুরুল ইসলামের দূর্নীতি ও †¯^”QvPvwiZvi কারনে নাম মাত্র প্রশিক্ষন দিয়ে বরাদ্দকৃত টাকা ভাগাভাগি করেছে

অফিস সুত্রে জানা গেছে, গত ১ মার্চ পর্যনত্ম ৫দিন ব্যাপী মাঠ পর্যায়ের কর্মচারীদের আর্সেনিক বিষয়ক ধারণা প্রদান, এলাকা চিহিৃত করণ, আর্সেনিক যুক্ত টিউবওয়েল সনাক্তকরণ, রোগী বাছাই এবাং সর্বোপরি চিকিৎসা সেবা প্রদানের নিমিত্তে প্রশিক্ষণ দেয়ার কথা থাকলেও তা দেয়া হয়নি

মাঠ পর্যায়ের কর্তবরত স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী মাঠ কর্মীদের প্রশিক্ষণ দেয়া কথা থাকলেও হাসপাতালের নার্স, আয়া, পিয়নদের প্রশিক্ষন দেয়ার ভূঁয়া মাষ্টার রোল করে সম্মানী ভাতার ২০০ টাকা করে ভাগাভাগী করা হয়েছে

এব্যাপারে একজন প্রশিক্ষক জানান, ১৪০ জন পর্যনত্ম প্রশিক্ষন দেয়া যাবেতবে টিএইচএ বলেন ১৩৪ জনকে প্রশিক্ষনের তালিকায় নিলেই চলবেবাদ বাকী জনের টাকা আত্মসাৎ করার অপচেষ্টা চালিয়েছেমনিটরিং অফিসার জীবন সাহা জানান, আমরা অনেক জেলাতেই প্রশিক্ষন চালিয়েছি কিন্তু গাংনীতে প্রশিক্ষনের নামে লোক দেখানো প্রশিক্ষন হচ্ছেসরকারের উদ্দ্যোগে সফল বাসত্মাবায়ন হবে নাএছাড়াও টিএইচএর দায়িত্ব অবহেলার কারনে প্রচার মাধ্যমের কর্মীদেরও অবহিত করা হয়নিপ্রশিক্ষনার্থীদের উপকরণ সরবরাহ ছিল নিম্নমানেরউপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তার দূর্নীতির কারনে গাংনী উপজেলার ¯^v¯’¨ সেবা বিঘ্নিত হচ্ছেএব্যাপারে টিএইচএ কোন মনত্মব্য করেন নি

Follow Us

গাংনী নিউজের পক্ষ থেকে সকল পাঠককে আন্তরিক শুভেচ্ছা । প্রিয় পাঠক, অত্যান্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, গাংনী নিউজ এখন থেকে ২৪ ঘন্টাই আপডেট করাহবে। আমাদের ঠিকানা-www.gangninews.com আমাদের সাইটে প্রবেশ করুন- এখানে ক্লিক করে এবং গাংনীর সব খবর সবার আগে জেনে নিন ধন্যবাদ।

Hot in week

Recent

Comments

ডাউনলোড করুন। ছবি দেখে ফন্টটি সেটাপ করুন এবং ফিক্স করুন।
item