গাংনীর চৌগাছা গ্রামে নিজ জমিতে প্রাচীর নির্মানে বাঁধা । চাঁদার অভিযোগ
নিউজ ডেস্ক ঃ মেহেরপুরের গাংনরি চৌগাছা গ্রামের মধ্যপাড়ার দহরম মামলার রায়ে পাওয়া জমিতে প্রাচীর নির্মান করতে গেলে বাঁধা দিয়...
নিউজ ডেস্ক ঃ মেহেরপুরের গাংনরি চৌগাছা গ্রামের মধ্যপাড়ার দহরম মামলার রায়ে পাওয়া জমিতে প্রাচীর নির্মান করতে গেলে বাঁধা দিয়েছে কতিপয় ভাড়াটিয়া বাহিনির সদস্য । ওই সব ভাড়াটিয়ারা মামলার ভয় দেখিয়ে চাঁদাদাবী করেছে বলে অভিযোগ করেছে দহরম ।
জানা গেছে, চৌগাছ গ্রামের মধ্যপাড়ার ছিপারউদ্দীনের ছেলে দিন মজুর দহরমের সাথে একই গ্রামের হাজী হেলু কাজীর মধ্যে দীর্ঘদিন জমি নিয়ে বিরোধ চলে আসছিল । হাজী হেলু কাজী দহরমে বাড়ির পার্শে ৫২ শতক জমির মধ্যে ৪৪ শতক জমি ক্রয় করে ।বাকী ৮ শতক জমি খাস কতিয়ানে থাকে ।দহরম তার জমির চৌহদ্দি জানতে গিয়ে জানতে পারে ওই খাস জমির কথা ।ওই খাস জমি দহরম ভুমি অফিসের মাধ্যমে বন্দোবসত্ম নেয় । এতে হেলু কাজী রাজি না থাকায় বিরোধের সৃষ্ঠি হয় । পরে উভয় ফৌজদারী মামলা দায়ের করে । গত ২৮/০১/১০ ইং তারিখে আদালত দহরমে পক্ষে রায দেয় । দহরমম্নই জমিতে প্রাচীর দিতে গেলে হেলু কাজী লোক ভাড়া করে এ কাজে বাধা দেয় এবং হুমকি দেয় ।আরো জানা গেছে ভুয়া নোটিস দেখিয়ে পুলিশ দিয়েদহরম কে ভয় ভীতি দেওয়া হচ্ছে ।