মেহেরপুরের গাংনীতে সন্ত্রাসীদের রেখে যাওয়া শক্তিশালী বোমা উদ্ধার করেছে পুলিশ
মনিটরিং-মেহেরপুরের গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামের তামাক ক্ষেতে তললাশী চালিয়ে সন্ত্রাসীদের রেখে যাওয়া ১ টি শক্তিশালী বোমা উদ্ধার করেছে গাংন...
https://gangninews.blogspot.com/2010/02/blog-post_1861.html
মনিটরিং-মেহেরপুরের গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামের তামাক ক্ষেতে তললাশী চালিয়ে সন্ত্রাসীদের রেখে যাওয়া ১ টি শক্তিশালী বোমা উদ্ধার করেছে গাংনী থানা পুলিশ।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সগীর মিয়া জানিয়েছেন, আজ সকাল সাড়ে সাড়ে ১০ টার দিকে গোপন সূত্রে খবর পেয়ে গাংনী থানা পুলিশ গাংনীর ছাতিয়ান তামাক ক্ষেতে তললাশী চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় একটি বোমা উদ্ধার করে। পুলিশ বোমাটি নিস্ক্রিয় করতে পানি ভার্তি বালতির মধ্যে ডুবিয়ে রেখেছে।
পুলিশের ধারনা, সন্ত্রাসীরা নাশকতা সৃস্টির জন্য বোমাটি রেখে যেতে পারে।