মেহেরপুর- কুষ্টিয়া সড়কে বাস উল্টে খাদে। যাত্রীদের প্রাণ রক্ষা। আহত ৭০
মিলন - মেহেরপুর-কুষ্টিয়া সড়কে নিয়ন্ত্রন হারিয়ে যাত্রীবাহী একটি বাস পার্শ্ববর্তী খাদে উল্টে গেছে । এতে যাত্রীদের প্রাণ রক্ষা হলেও বাসে থাকা ...
https://gangninews.blogspot.com/2010/02/blog-post_4465.html
মিলন -মেহেরপুর-কুষ্টিয়া সড়কে নিয়ন্ত্রন হারিয়ে যাত্রীবাহী একটি বাস পার্শ্ববর্তী খাদে উল্টে গেছে।এতে যাত্রীদের প্রাণ রক্ষা হলেও বাসে থাকা ৭০জন যাত্রী জখম প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে। গতকাল বুধবার ভোরে এ সড়কের শকুর কান্দি নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
জানা গেছে,মেহেরপুর শহর থেকে একটি যাত্রীবাহী বাস পবিত্র ওরস উপলক্ষে পাবনা জেলার পাকশি যাচ্ছিল্।যার নং ঢাকা মেট্রো জ-১১-০০৩৯। পথি মধ্যে মেহেরপুর সড়কের শুকুরকান্দি নামক স্থানে যাত্রবাহী বাসটি নিয়ন্ত্রন হারিয়ে পাশ্ববর্তী খাদে পড়ে দুমড়ে-মুচড়ে যায়।এ সময় বড় ধরনের কোন অঘটন না ঘটলেও বাসযাত্রীরা গুরতর ভাবে জখম হয়।যাত্রীদের আর্তচিৎকারে স্থানীয় লোকজন যাত্রীদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করে।