গাংনীতে ইট ভাটার শ্রমিক মাটি চাপায় আহত।
এম এ লিংকনঃ- গাংনীর হিজলবাড়িয়া গ্রামে ইট ভাটায় মাটি চাপা পড়ে শ্রমিক কামরুল(৩০) গুরুতর আহত হয়েছে। গতকাল বৃহস্পিবার বিকেলে ভাটায় এ ঘটনা ঘটে।...
https://gangninews.blogspot.com/2010/02/blog-post_19.html
এম এ লিংকনঃ- গাংনীর হিজলবাড়িয়া গ্রামে ইট ভাটায় মাটি চাপা পড়ে শ্রমিক কামরুল(৩০) গুরুতর আহত হয়েছে। গতকাল বৃহস্পিবার বিকেলে ভাটায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, এ উপজেলার হিন্দা গ্রামের বক্কর আলীর ছেলে কামরুর প্রতিদিনের ন্যায় ভাটায় কাজ শুরু করে ।মাটি কাটতে গেলে অসাবধানতা বসত উপর থেকে মাটি পড়লে সে চাপা পড়ে।অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে আশংকা জনক অবস্থায় তাকে গাংনী হাসপাতালে ভর্তি করা হয়।
জানা গেছে, এ উপজেলার হিন্দা গ্রামের বক্কর আলীর ছেলে কামরুর প্রতিদিনের ন্যায় ভাটায় কাজ শুরু করে ।মাটি কাটতে গেলে অসাবধানতা বসত উপর থেকে মাটি পড়লে সে চাপা পড়ে।অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে আশংকা জনক অবস্থায় তাকে গাংনী হাসপাতালে ভর্তি করা হয়।