গাংনীর থানার এস আই আশরাফ সড়ক দূর্ঘটনায় নিহত
আবু হোসেন-গাংনী থানার এস আই (কুমারীডাঙ্গা ক্যাম্প ইনচার্জ) আশরাফুজ্জামান (৫৪) এক মর্মানিত্মক সড়ক দূর্ঘনায় নিহত হয়েছে । গতকাল বৃহস্পতিবার সকা...
https://gangninews.blogspot.com/2010/02/blog-post_12.html
আবু হোসেন-গাংনী থানার এস আই (কুমারীডাঙ্গা ক্যাম্প ইনচার্জ) আশরাফুজ্জামান (৫৪) এক মর্মানিত্মক সড়ক দূর্ঘনায় নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে তার নিজ বাড়ী খুলনার তেরখাদা থেকে ছেলেকে এস এস সি পরীক্ষার হলে রেখে কর্মস্থল গাংনীতে মটর সাইকেল যোগে আসতে তেরখাদা বাজার নামক স্থানে যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায়। তার মৃত্যুতে গাংনী থানার ওসি সগির মিয়া সহ থানার স্টাফ সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছে। তার শোক সনত্মপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।