মেহেরপুরের গাংনীতে গলাই রশি দিয়ে নববধূর আত্মহত্যা।
আমিরুল ইসলাম অল্ডাম - গাংনীর পল্লীতে পারিবারিক কলহের জেরধরে লতা (২০) নামের এক নব বধূ গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে । সে গাংনী উপজেলার পাকু...
https://gangninews.blogspot.com/2010/02/blog-post_27.html
আমিরুল ইসলাম অল্ডাম- গাংনীর পল্লীতে পারিবারিক কলহের জেরধরে লতা (২০) নামের এক নব বধূ গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে । সে গাংনী উপজেলার পাকুড়িয়া গ্রামের এনামূল হকের স্ত্রী ।
জানা গেছে, গতকাল শুক্রবার দুপুরে উপজেলার পাকুড়িয়া গ্রামের এনামূল হকের তার স্ত্রী লতার সাথে বাড়ির কাজ কর্ম নিয়ে মনোমালিন্যে সৃষ্টি হয় । এক পর্যায়ে সে ঘরের আড়ার সাথে রশি দিয়ে আত্মহত্যা করে।