গাংনীতে আইনশৃংখলার চরম অবনতি

এম এ লিংকন ভ্রাম্যমান প্রতিনিধিঃ- মেহেরপুর জেলার গাংনী উপজেলায় আইন শৃংখলার চরম অবনতি ঘটেছে। গত দুই সপ্তাহে এ উপজেলার বিভিন্ন এলাকায় একজন মহি...

এম এ লিংকন ভ্রাম্যমান প্রতিনিধিঃ- মেহেরপুর জেলার গাংনী উপজেলায় আইন শৃংখলার চরম অবনতি ঘটেছে। গত দুই সপ্তাহে এ উপজেলার বিভিন্ন এলাকায় একজন মহিলা সহ ৪ জন খুন হয়েছে। এছাড়া চুরি ,ডাকাতি, ছিনত্মাই, মোটরসাইকেল ছিনত্মায়ের ঘটনায় এলাকার মানুষের মধ্যে চরম আতংক বিরাজ করছে।


সূত্র মতে জানা গেছে,গত ১৪জুন গাংনী উপজেলার বানিয়াপুকুর গ্রামে জমিজমা সংক্রানত্ম বিরোধোর জের ধরে ওয়জ্জেল হোসেন গ্রুপের লোকজন নির্মম বাবে ধারালো অস্ত্র দিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ গ্রুপের নুরুল হুদাকে (৩৫)। ২২ বিঘা জমি নিয়ে উভয় গ্রুপের লোকজনের মধ্যে দীর্ঘদিন যাবৎ মামলা চলে আসছিলো । পরের দিন ১৫ জুন সকালে একই উপজেলার করমদী গ্রামের বক্কর শাহ কে জমিজমা সংক্রানত্ম বিরোধের জের ধরে তার প্রতিপক্ষ গ্রুপের লোকজন জাহিদুল, লতিফ শাহ, মিন্টু, আলতাফ, জাকির , মনির সহ তাদের লোকজন নির্মমভাবে ধারালো অস্ত্র দিয়ে অন্ড কোশ কেটে ও কুপিয়ে হত্যা করে। পুলিশ লাশ উদ্ধার কেও ময়না তদনত্ম করেরছ। একই দিনে কালিগাংনী মাঠের মধ্যে থেকে সহোগলপুর গ্রামের তোফাজ্জেল হোসেনের স্ত্রী আন্না খাতুন(৩০) এর গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ। ১লা জুলাই বৃহস্পতিবার সকালেমেহেরপুরের গাংনী উপজেলার করমদী গ্রামে বাবা হত্যার প্রতিশোধ নিতে দুই সন্তান ধারালো অস্ত্র দিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যা করলো পিতার খুনি সাদির আলী ওরফে ভোগলকে। ১লা জুলাই বৃহস্পতিবার সকালে ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার সময় মহির ও মিজান দুভাই মিলে তাকে শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে চলে যায়। এলাকার শান্তি প্রিয় সাধারণ মানুষ পুলিশ সুপারের সুদৃষ্টি আকর্ষন করছে ।

Follow Us

গাংনী নিউজের পক্ষ থেকে সকল পাঠককে আন্তরিক শুভেচ্ছা । প্রিয় পাঠক, অত্যান্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, গাংনী নিউজ এখন থেকে ২৪ ঘন্টাই আপডেট করাহবে। আমাদের ঠিকানা-www.gangninews.com আমাদের সাইটে প্রবেশ করুন- এখানে ক্লিক করে এবং গাংনীর সব খবর সবার আগে জেনে নিন ধন্যবাদ।

Hot in week

Recent

Comments

ডাউনলোড করুন। ছবি দেখে ফন্টটি সেটাপ করুন এবং ফিক্স করুন।
item