গাংনী নিউজ ডটকম পরিবারের পক্ষ থেকে রিপোটার্সের মাঝে ঈদ শুভেচ্ছা বিনিময়
নিজস্ব:-পবিত্র ঈদুল ফিতর ২০১০ উপলক্ষে গাংনী নিউজ পরিবার রিপোটার্সদের নিয়ে ৯ই সেপ্টেম্বর এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করে। এসময় গাংনী...
https://gangninews.blogspot.com/2010/09/blog-post.html
নিজস্ব:-পবিত্র ঈদুল ফিতর ২০১০ উপলক্ষে গাংনী নিউজ পরিবার রিপোটার্সদের নিয়ে ৯ই সেপ্টেম্বর এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করে। এসময় গাংনী নিউজ ডটকমের আগামী দিনের পথচলার গতিশিলতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে রিপোটার্সদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়। এ সময় গাংনী নিউজ ডটকমের এডমিন মিজানুর রহমান হেলাল রিপোটার্সদের সাহসী পদক্ষেপের মাধ্যমে পথচলার দিক নির্দেশনাদেন। এসময় উপস্থিত ছিল সাংবাদিক আবু হোসেন, মিলন,সাজু,জাহিদ,মাহাবুব,আক্তারপ্রমূখ।