গাংনীতে তীব্র শীত। জন-জীবন বিপর্যস্ত। শীত বস্ত্র অপর্যাপ্ত।
এম এ লিংকন:- শীতের তীব্রতায় কাবু হয়ে পড়েছে গাংনী বাসী । গত কয়েকদিন ধরে তীব্র শীতে জন জীবন বিপর্যসত্ম হয়ে পড়েছে । শীতের প্রকোপে শিশুরা ন...
https://gangninews.blogspot.com/2009/12/blog-post_5527.html
এম এ লিংকন:- শীতের তীব্রতায় কাবু হয়ে পড়েছে গাংনী বাসী। গত কয়েকদিন ধরে তীব্র শীতে জন জীবন বিপর্যসত্ম হয়ে পড়েছে । শীতের প্রকোপে শিশুরা নিউমোনিয়া সহ শীত কালীন রোগ দেখা দিয়েছে । গাংনী উপজেলার নিম্ন বিত্ত মানুষেরা চরম দুর্ভোগ পোহাচ্ছে । শীতবস্ত্রের অভাবে গরীব খেটে খাওয়া মানুষের দুর্ভোগ প্রকট হয়েছে । প্রচন্ড শীতের কারণে শীতবস্ত্রের দোকান গুলোতে ক্রেতাদের ভীড় লক্ষ্য করা যাচ্ছে । শীর্তাত মানুষেরা কষ্ট পেলেও সরকারী বেসরকারী উদ্যোগ কোন শীতবস্ত্র দেয়া হচ্ছে না । হিমেল হাওয়ার সাথে শীতের তীব্রতা আরও বাড়ছে । প্রচন্ড শীতে শিশু ও বৃদ্ধ বয়সের লোকজন অসুখে ভুগছে।