র‌্যাব-৬’র মাদক বিরোধী অভিযান ৩২ বোতল ফেন্সিডিল সহ আটক-১

এম এ লিংকন- গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার র‌্যাব-৬ গাংনীস্থ ক্যাম্প সদস্যরা ৩২ বোতল ফেন্সিডিলসহ মোঃ কামাল (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে...

এম এ লিংকন- গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার র‌্যাব-৬ গাংনীস্থ ক্যাম্প সদস্যরা ৩২ বোতল ফেন্সিডিলসহ মোঃ কামাল (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটক কামাল মেহেরপুর সদরের বুড়িপোতা গ্রামের এমদাদুল হকের ছেলে মোঃ কামাল।
সুত্রে প্রকাশ- মেহেরপুর সদরের পুড়িপোতা গ্রামের এমদাদুল হকের ছেলে মোঃ কামাল (২৮) দীর্ঘদিন যাবৎ নিজ বাড়িতে ফেন্সিডিল ব্যবসা করে আসছে এমন গোপন তথ্যে র‌্যাব-৬ এর একটি যৌথদল অভিযান চালাই। এ সময় র‌্যাব সদস্যরা কামালের ঘর থেকে ৩২ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।র‌্যাব জানায় মাদক ব্যবসার সাতে জড়িত থাকার অপরাধে কামালকে আটক করা হয় ।

Follow Us

গাংনী নিউজের পক্ষ থেকে সকল পাঠককে আন্তরিক শুভেচ্ছা । প্রিয় পাঠক, অত্যান্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, গাংনী নিউজ এখন থেকে ২৪ ঘন্টাই আপডেট করাহবে। আমাদের ঠিকানা-www.gangninews.com আমাদের সাইটে প্রবেশ করুন- এখানে ক্লিক করে এবং গাংনীর সব খবর সবার আগে জেনে নিন ধন্যবাদ।

Hot in week

Recent

Comments

ডাউনলোড করুন। ছবি দেখে ফন্টটি সেটাপ করুন এবং ফিক্স করুন।
item