মেহেরপুর কুষ্টিয়া সড়কের ওলিনগর নামক স্থানে সড়ক দূর্ঘটনা। আহত-২
আবু হোসেন- মেহেরপুর কুষ্টিয়া সড়কের ওলিনগর নামক স্থানে সড়ক দূর্ঘটনা ঘটেছে। এতে দু’জন মোটর সাইকেল আয়োহী আহত হয়েছে। গতকাল সোমবার বিকালে এ সড়ক দ...
https://gangninews.blogspot.com/2009/12/blog-post_3824.html
আবু হোসেন- মেহেরপুর কুষ্টিয়া সড়কের ওলিনগর নামক স্থানে সড়ক দূর্ঘটনা ঘটেছে। এতে দু’জন মোটর সাইকেল আয়োহী আহত হয়েছে। গতকাল সোমবার বিকালে এ সড়ক দূর্ঘনা ঘটে।
জানা গেছে, মেহেরপুরের শহরের আমজাদ আলীর ছেলে মাহাম্মদ (৪০) মোটর সাইকেল যোগে বামন্দি থেকে মেহেরপুরের দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে গাংনী উপজেলার বামন্দির হাসানুজ্জামানের ছেলে মিঠু (২০) মোটর সাইকেল বামন্দি যাওয়ার পথে মেহেরপুর কুষ্টিয়া সড়কের ওলিনগর নামক স্থানে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় গুরুতর ভাবে জখম হয়। তাদের ব্যবহৃত মোটর সাইকেল দুমড়ে মুচড়ে যায়।
জানা গেছে, মেহেরপুরের শহরের আমজাদ আলীর ছেলে মাহাম্মদ (৪০) মোটর সাইকেল যোগে বামন্দি থেকে মেহেরপুরের দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে গাংনী উপজেলার বামন্দির হাসানুজ্জামানের ছেলে মিঠু (২০) মোটর সাইকেল বামন্দি যাওয়ার পথে মেহেরপুর কুষ্টিয়া সড়কের ওলিনগর নামক স্থানে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় গুরুতর ভাবে জখম হয়। তাদের ব্যবহৃত মোটর সাইকেল দুমড়ে মুচড়ে যায়।