প্রকাশিত সংবাদের প্রতিবাদ।
গত ১০ ডিসেম্বর বৃহস্পতিবার দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার প্রথম পাতার ৫ম কলামে”গাংনীতে ভেজাল সার তৈরীকালে নূরুল নামে এক ব্যাক্তি গ্রেফতার” শিরোনা...
https://gangninews.blogspot.com/2009/12/blog-post_9785.html
গত ১০ ডিসেম্বর বৃহস্পতিবার দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার প্রথম পাতার ৫ম কলামে”গাংনীতে ভেজাল সার তৈরীকালে নূরুল নামে এক ব্যাক্তি গ্রেফতার” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন গাংনী উপজেলার বাহাগুন্দা গ্রামের নূরুল ইসলাম॥ প্রতিবাদ লিপিতে বলা হয়েছে প্রকাশিত সংবাদটি মিথ্যা ভিত্তিহীন। আমি নুরুল সার ব্যবসায়ী হলে ও ভেজাল সার ব্যবসার সাথে জড়িত নয়।ষড়যন্ত্র করে মেহেরপুর জেলার রগুনাথপুর গ্রামের আনসার আলীর ছেলে রকিব ওই দিন দুপুরে ৬ বসত্মা সার আমার বাড়িতে রেখে যায়।আমাকে ফাঁসানোর জন্য একাজ করা হয়েছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।