গাংনীতে আল্ ফালাহ্ কোরআন শিক্ষা একাডেমী ও লাইব্রেরী উদ্ধোধন।
এম এ লিংকনঃ- গাংনীতে আল্ ফালাহ্ কোরআন শিক্ষা একাডেমী ও লাইব্রেরীর উদ্ধোধন করা হয়েছে।অল্প সময়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে পবিত্র কোরাআন শিক্ষালাভে...
https://gangninews.blogspot.com/2010/02/blog-post_5534.html
এম এ লিংকনঃ- গাংনীতে আল্ ফালাহ্ কোরআন শিক্ষা একাডেমী ও লাইব্রেরীর উদ্ধোধন করা হয়েছে।অল্প সময়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে পবিত্র কোরাআন শিক্ষালাভের এবং নৈতিক শিক্ষা দিতে একাডেমির পদযাত্রা শুরু করা হয়। ক্কারী মোঃ আহসান হাবিব মুজাহিদের পরিচালনায় গাংনী পৌরসভার উত্তরপাড়ায় গতকাল সোমবার বাদ আসর এ একাডেমির উদ্ধোধন করা হয়।উদ্ধোধন অনুষ্ঠানে মাওলানা আহম্মেদ শরীফের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ জামে মসজিদের ঈমাম মাওলানা আবু জাফর, অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন হিসাব উদ্দীন ম্স্টার, সাবেক পাটবীজ অফিসার আব্দুর রহমান,সাবেক র্যাব সদস্য লিয়াকত আলী সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।