নিহত ফারুক হোসেনের হত্যার বিচারের দাবিতে গাংনীতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবির কর্মীদের তান্ডবে নিহত ছাত্রলীগ নেতা ফারুক হোসেন হত্যার বিচারের দাবিতে গতকাল বুধবার বিকেলে গাংনীতে ছাত্রলীগ কর্ম...


রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবির কর্মীদের তান্ডবে নিহত ছাত্রলীগ নেতা ফারুক হোসেন হত্যার বিচারের দাবিতে গতকাল বুধবার বিকেলে গাংনীতে ছাত্রলীগ কর্মীরা এক বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। একই সঙ্গে বিভিন্ন সংগঠন পৃথক পৃথক বিবৃতিতে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
বিকেলে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি সাবেক এমপি আওয়ামীলীগ নেতা মকবুল হোসেনের বাসার সামনে থেকে ছাত্রলীগ নেতা আঃ আলীমের নেতৃত্বে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আবার পূর্বের স্থানে এসে জড়ো হয়ে সমাবেশের আয়োজন করে। মিছিলে “জামায়াত শিবির গেলি কই” বিভিন্ন শ্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। সমাবেশে উপজেলা শহর ও ইউনিয়ন ছাত্রলীগের নেতা কর্মীরা অবিলম্বে দোষী শিবির ক্যাডারদের গ্রেফতার করে শাসিত্ম মূলক ব্যবস্থা নেয়ার জোর দাবি জানান। নেতা কর্মীদের মধ্যে ছিলেন আঃ আলীম, মনিরুল, আহসান, নুর ইসলাম, সেন্টু, বিপ্লব, উজ্জল, জহুরুল, মজনু, বাপ্পী প্রমূখ। এ সময় আইন শৃংখলা রক্ষাকারী পুলিশ বাহিনীর উল্লেখ্য যোগ্য সংখ্যক সদস্য মিছিলের সাথে ছিল। মিছিলের খবর পেয়ে তাৎক্ষনিক ভাবে গাংনী শহরের জামায়াত সমর্থক দোকান ব্যবসায়ীরা ভাংচুর ও লুট পাটের ভয়ে দোকান বন্ধ করে সরে যায়। এর আগেও সারা দেশের অংশ হিসেবে গত বুধবার দিনগত রাতেও ছাত্রলীগ কর্মীরা ফারুক হোসেন হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে। এ রিপোর্ট লেখা পর্যনত্ম কোন সহিংস ঘটনা ঘটেনি।

Follow Us

গাংনী নিউজের পক্ষ থেকে সকল পাঠককে আন্তরিক শুভেচ্ছা । প্রিয় পাঠক, অত্যান্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, গাংনী নিউজ এখন থেকে ২৪ ঘন্টাই আপডেট করাহবে। আমাদের ঠিকানা-www.gangninews.com আমাদের সাইটে প্রবেশ করুন- এখানে ক্লিক করে এবং গাংনীর সব খবর সবার আগে জেনে নিন ধন্যবাদ।

Hot in week

Recent

Comments

ডাউনলোড করুন। ছবি দেখে ফন্টটি সেটাপ করুন এবং ফিক্স করুন।
item